Haridevpur Incident: হরিদেবপুরে অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর, কুঁয়ো থেকে উদ্ধার দেহ...
Haridevpur Incident: গৃহবধূর মৃত্যুতে হইচই হরিদেবপুরে। নিজের বাড়ির মধ্যে থাকা কুঁয়ো থেকেই গৃহবধুর দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা এলাকায়। আটক পরিবারের লোকজন, ঘটনার স্থলে পাড়ার লোকেদের বিক্ষোভ ও উত্তেজনা।
সন্দীপ প্রামাণিক: ফের অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর। হরিদেবপুর(Haridevpur) থানার কৈলাস ঘোষ রোডের ঘটনা। গৃহবধুর নাম উমা দাস। বয়স ৫২ বছর। বৃহস্পতিবার নিজের বাড়ির মধ্যে থাকা কুঁয়ো থেকে উদ্ধার হয় গৃহবধুর দেহ। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। উমা দাস আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, সেই প্রশ্নেই সরব এলাকাবাসী।
আরও পড়ুন- LPG Price Hike: মাসের শুরুতেই বাড়ল গ্যাসের দাম, জেনে নিন কত দাম কলকাতায়?
জানা যায় যে বৃহস্পতিবার সন্ধ্যায় উমা দাসের সঙ্গে প্রতিবেশীদের কথা হয়। এর কিছুক্ষণ পর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কয়েক ঘন্টা পরে রাত ৯ টা নাগাদ তাঁরই বাড়ির কুঁয়ো থেকে উমা দাসের দেহ উদ্ধার হয়। এলাকার লোকের দাবি, দীর্ঘদিন ধরে উমা দাসের স্বামী ছেলে ও পুত্রবধূ উমা দাসের উপর অত্যাচার করে। পরিবারের সকলের হাতেই মানসিক অত্যাচারের শিকার সে। এমনকী মাঝেমধ্যে শারীরিক অত্যাচার করা হত তাঁকে।
বৃহস্পতিবার এলাকার একজন কুয়োর মধ্যে উমা দাসকে দেখে খবর দেয় হরিদেবপুর থানার পুলিসকে । বেশ কয়েক ঘন্টার চেষ্টায় উমা দাসের দেহ উদ্ধার করা হয়। তারপর এলাকাবাসী উমা দাসের দেহ আটকে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে আসেন। তিনি আসামাত্র তাঁর উপর জনতা ক্ষিপ্ত হয়ে যায় এবং বিক্ষোভ দেখাতে থাকে।
আরও পড়ুন- Bengal Weather: রবিবার থেকে ফের বাংলাজুড়ে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা...
এলাকার লোকেদের বক্তব্য উমা দাসকে তার পরিবারের লোকজন মেরে কুঁয়োর মধ্যে ফেলে দিয়েছে। উমা দাসের দেহ কুয়ো থেকে উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়া মাত্রই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। দেহ আটকে বিক্ষোভ দেখায় এলাকার লোকজন। এলাকার লোকজনের দাবিতে উমা দাসের পরিবারের সদস্যদের হরিদেবপুর থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং গোটা ঘটনা তদন্ত করে দেখছে কিভাবে মৃত্যু হল উমা দাসের। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)