সকালে বাইরে থেকে চা আনান,তারপর বিকেলেই নিকোপার্ক কর্মীকে ঘরের মধ্যে যে অবস্থায় পাওয়া গেল,হতভম্ব পড়শিরা

বিকেলে কেয়ারটেকার ডাকাডাকি করলে কোনও উত্তর না পেয়ে তাঁর বন্ধুকে ডাকেন।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Aug 26, 2020, 01:33 PM IST
সকালে বাইরে থেকে চা আনান,তারপর বিকেলেই নিকোপার্ক কর্মীকে ঘরের মধ্যে যে অবস্থায় পাওয়া গেল,হতভম্ব পড়শিরা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন : সল্টলেকের বিবি ব্লকের বাড়ি থেকে উদ্ধার নিকোপার্কের ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীর ঝুলন্ত দেহ। মৃতের নাম অনিন্দ্য গোস্বামী। বয়স ৫৬ বছর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। লকডাউনের কারণে বন্ধ নিকোপার্ক। এই পরিস্থিতিতে তাঁকে বসিয়ে দেওয়া হয়েছিল বলে পুলিস সূত্রে খবর। সেই সময় থেকেই বাড়িতেই বসে তিনি। সেই কারণে মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা কিনা, খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিস।

পুলিস সূত্রে খবর ,গতকাল বিধাননগর উত্তর থানায় খবর আসে যে, বিবি ব্লকের ২২৩ নম্বর বাড়ির বাসিন্দা অনিন্দ্য গোস্বামী দরজা খুলছেন না। খবর পেয়ে আসে পুলিস। পুলিস গিয়ে দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অনিন্দ্য গোস্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। প্রতিবেশীরা জানান, বাড়িতে একাই থাকতেন মধ্য পঞ্চাশের অনিন্দ্য গোস্বামী। সকালবেলা করে বাড়ির বাইরে বেরতেন। তারপর কেয়ারটেকারকে দিয়ে চা আনতে দিতেন। 

গতকাল সকালেও প্রতিদিনের মতো কেয়ারটেকারকে দিয়ে চা আনান। কিন্তু তারপর থেকে আর তাঁকে বাড়ির বাইরে বেরতে দেখা যায়নি। বিকেলে কেয়ারটেকার ডাকাডাকি করলে কোনও উত্তর না পেয়ে তাঁর বন্ধুকে ডাকেন। তিনি-ই পুলিসেকে খবর দেন। পুলিস এসে দরজা ভেঙে  ঝুলন্ত দেহ উদ্ধার করে। মানসিক অবসাদের কারণেই অনিন্দ্য গোস্বামী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিস।

আরও পড়ুন, প্রেমিকা-সহ বাবা মা-কে খুন, বাঁকুড়ার সেই সিরিয়াল কিলার উদয়নের যাবজ্জীবন কারাদণ্ড

.