'সুভাষ চন্দ্র যথাযথ সম্মান পাননি': রাজ্যপাল

স্বাধীনতার পর যথাযথ সম্মান পাননি নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর প্রতি অবিচার হয়েছে। এমটাই মনে করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। একইসঙ্গে তাঁর দাবি, নেতাজির প্রতি সম্মান দেখিয়ে ২৩ জানুয়ারি  জাতীয় ছুটি ঘোষণা করা উচিত।  

Updated By: Dec 23, 2014, 07:36 PM IST
'সুভাষ চন্দ্র যথাযথ সম্মান পাননি': রাজ্যপাল

কলকাতা: স্বাধীনতার পর যথাযথ সম্মান পাননি নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর প্রতি অবিচার হয়েছে। এমটাই মনে করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। একইসঙ্গে তাঁর দাবি, নেতাজির প্রতি সম্মান দেখিয়ে ২৩ জানুয়ারি  জাতীয় ছুটি ঘোষণা করা উচিত।  

জাতীয় ছুটি নয়, দেশপ্রেম দিবস বলে ঘোষণা করা হোক নেতাজীর জন্মদিনকে। প্রতিক্রিয়া ফরওয়ার্ড ব্লক নেতা দেবব্রত বিশ্বাসের।

বিশ্বভারতীর ছাত্র আন্দোলন নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। তাঁর মন্তব্য, ছাত্রছাত্রীদের উচ্ছৃশঙ্খলা আচরণ ঠিক নয়। শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান দেখানো তাঁদের কর্তব্য।

 

.