Great Calcutta Killings-র দিন খেলা হবে দিবস, 'বদল হোক', Mamata-কে আর্জি Dhankar-এর
মঙ্গলবারই 'খেলা হবে দিবস'-এর বিরোধিতা করে রাজ্যপালের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।
নিজস্ব প্রতিবেদন: 'খেলা হবে দিসব'-এর পরিবর্তনের আর্জি জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের উদ্দেশে তিনি এই দাবি জানালেন। এর আগে ১৬ অগাস্ট 'খেলা হবে দিসব' ঘোষণা করায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয় বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ 'গ্রেট ক্যালকাটা কিলিং'-এর কালো অধ্যায়কে মনে করিয়ে দেয় ওই দিন। সেই দিনকেই 'খেলা হবে দিবস' ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
টুইটে রাজ্যপাল লেখেন, "খেলা হবে দিবসের দিন বদল করা হোক। ১৯৪৬-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল। ওই একই দিনে খেলা হবে দিবস পালিত হলে তা গণহত্যাকে স্মরণ করাবে। দিনটি মহম্মদ আলি জিন্নার ডায়রেক্ট অ্যাকশন দে-র কথাও মনে করাবে। এমনটাই মনে করেন সনাতন সংগঠনের প্রতিনিধিরা।" মঙ্গলবার এই 'খেলা হবে দিবস'-এর বিরোধিতা করে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর দিনই 'খেলা হবে দিবস' বদলের আর্জি জানালেন রাজ্যপাল।
একুশের ভোট প্রচারে তৃণমূলের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল 'খেলা হবে' স্লোগান। গ্রাম থেকে শহর, প্রতি ব্লকে ব্লকে 'খেলা হবে' স্লোগানে প্রচারে ঝড় তুলেছিল তৃণমূল। এমনকী বিভিন্ন সভা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন 'খেলা হবে'। এই স্লোগানকেই এবার দিবস হিসেবে উদযাপনেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১৬ অগাস্ট 'খেলা হবে' দিবস পালনের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Education: করোনার জেরে দু'ভাগে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক? কী বললেন Bratya?
আরও পড়ুন: Coronavirus: রাজ্যে ৩ জনের দেহে Delts Plus প্রজাতি! অন্য কথা বলছে রাজ্য
তবে শুধু এ রাজ্যে নয়, সামনে ২০২৪-এর লোকসভা ভোট এবং তার আগের ত্রিপুরার বিধানসভা ভোট, সেজন্য এবার বিপ্লব দেবের রাজ্যেও উদযাপিত হবে 'খেলা হবে' দিবস। ত্রিপুরার ৮টি জেলাতে পালিত হবে, এই কর্মসূচি। নেত্রীর ভাঙা পায়ে বশ্যতা স্বীকার করছে ফুটবল। একুশের ভোটের 'খেলা হবে' স্লোগানকে যেন সার্থক করেছিল এই ছবি। ভোটপর্বে 'খেলা হবে' রণধ্বনি দিয়ে ময়দানে নেমেছিল তৃণমূল কংগ্রেস (TMC)।
Expect righteous call @MamataOfficial over date of “Khela Hobe Diwas”
Sanatan Sages apprehend that Aug 16’ also known as “1946 Calcutta Killings” as ‘Khela Hobe Diwas” would be grim reminder of worst communal killings of thousands on Jinnah call of ‘Direct Action Day’. pic.twitter.com/UNWFPHL2EK
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 11, 2021