ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

বাড়তে থাকা ধর্ষণের ঘটনায় এবারে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল এম কে নারায়ণন। ধর্ষণ রুখতে সমাজের সবস্তরের মানুষের এগিয়ে আসা জরুরি বলে মন্তব্য করেন তিনি। ধর্ষকের শাস্তি নিয়ে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে, তা নিয়ে বিতর্কের আগে ধর্ষণ রোখা প্রধান কাজ বলে মনে করেন উদ্বিগ্ন রাজ্যপাল। ধর্ষণের প্রতিবাদে উত্তাল গোটা দেশ।

Updated By: Jan 2, 2013, 09:40 PM IST

বাড়তে থাকা ধর্ষণের ঘটনায় এবারে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল এম কে নারায়ণন। ধর্ষণ রুখতে সমাজের সবস্তরের মানুষের এগিয়ে আসা জরুরি বলে মন্তব্য করেন তিনি। ধর্ষকের শাস্তি নিয়ে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে, তা নিয়ে বিতর্কের আগে ধর্ষণ রোখা প্রধান কাজ বলে মনে করেন উদ্বিগ্ন রাজ্যপাল। ধর্ষণের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। প্রবল হয়েছে ধর্ষকের কঠোর শাস্তির দাবি। সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনায় সরব বিভিন্ন মহল। এবারে এই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের সাংবিধানিক প্রধানও। বললেন, শাস্তির আগে জরুরি ধর্ষণ রোখা। এরজন্য সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যপাল এম কে নারায়ণন।
 
দেশজুড়ে দিল্লি গণধর্ষণকাণ্ডের প্রতিবাদের মাঝেও একের পর এক মহিলাদের যৌন নিগ্রহের খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। সবমিলে সমাজে নারী সুরক্ষার বাস্তব ছবিটাই বেআব্রু হয়ে পড়েছে মানুষের সামনে। সাধারণভাবে সেই উদ্বেগের সুরই এদিন রাজ্যপালের গলায় ধরা পড়েছে বলে মনে করছে  রাজনৈতিক মহল।

Tags:
.