এক মঞ্চে মুখ্যমন্ত্রী- রাজ্যপাল

রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের যে সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল, তাতে কি যবনিকা পড়তে চলেছে? শনিবার স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠান সেই জল্পনাই উস্কে দিল। এক মঞ্চে পাশাপাশি দেখা গেল রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীকে।

Updated By: Jan 12, 2013, 05:05 PM IST

রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের যে সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল, তাতে কি যবনিকা পড়তে চলেছে? শনিবার স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠান সেই জল্পনাই উস্কে দিল। এক মঞ্চে পাশাপাশি দেখা গেল রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীকে।

দেখুন একমঞ্চে রাজ্যের দুই প্রধানকে
গত কয়েকদিন ধরেই রাজ্যের পরিস্থিতি নিয়ে দু'তরফ থেকে বিবৃতি, পাল্টা বিবৃতি আসছিল। রাজ্যপাল রাজ্যে গুন্ডারাজ চলছে বলে মন্তব্য করার সঙ্গে সঙ্গে তাঁকে হলুদ কার্ড দেখানোর কথা বলেন রাজ্যের এক মন্ত্রী। এই টানাপোড়েনের মধ্যেই আজ একই মঞ্চে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল এম কে নারায়ণনকে। প্রায় তিন ঘণ্টা মুখ্যমন্ত্রীর পাশে বসে অনুষ্ঠান দেখেন রাজ্যপাল। দুজনকে বারবার কথা বলতেও দেখা যায়। মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় রাজ্যপালের প্রশংসাও। সংশ্লিষ্ট মহল মনে করছে রাজ্যপালের সঙ্গে বিরোধ কমাতে স্বয়ং উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী। 

.