ডিজি বিতর্কে হাইকোর্টের রায়ে স্বস্তি পেল রাজ্য সরকার
ডিজি বিতর্ক ইস্যুতে হাইকোর্টের রায়ে স্বস্তি পেল রাজ্য সরকার। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাটের নির্দেশ খারিজ করে রাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল ডিজি নিয়োগের স্ক্রিনিং কমিটির বৈঠকে স্বরাষ্ট্রসচিবের উপস্থিতি বৈধ। এর আগে আইপিএস নজরুল ইসলামের করা মামলার প্রেক্ষিতে রাজ্যে ডিজি নিয়োগ প্রক্রিয়া অবৈধ বলে ঘোষণা করেছিল ক্যাট।
ডিজি বিতর্ক ইস্যুতে হাইকোর্টের রায়ে স্বস্তি পেল রাজ্য সরকার। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাটের নির্দেশ খারিজ করে রাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল ডিজি নিয়োগের স্ক্রিনিং কমিটির বৈঠকে স্বরাষ্ট্রসচিবের উপস্থিতি বৈধ। এর আগে আইপিএস নজরুল ইসলামের করা মামলার প্রেক্ষিতে রাজ্যে ডিজি নিয়োগ প্রক্রিয়া অবৈধ বলে ঘোষণা করেছিল ক্যাট।
বাছাই কমিটির বৈঠকে স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিও বেআইনি বলে জানিয়েছিল তারা। কিন্তু আজ হাইকোর্টে অসীম ব্যানার্জির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, স্ক্রিনিং কমিটির বৈঠকে স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বৈধ। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নজরুল ইসলাম। রায়ের প্রতিলিপি দুদিনের মধ্যে পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি।