মাঝ আকাশে বোমাতঙ্ক, দমদমে জরুরি অবতরণ করল গো-এয়ারের বিমান
নিজস্ব প্রতিবেদন: বোমাতঙ্কের জেরে দমদম বিমানবন্দরে জরুরি অবতরণ করল গো-এয়ারের বিমান। মঙ্গলবার রাত ৯.৩০ নাগাদ জরুরি অবতরণ করে গো-এয়ারের উড়ান জি৮-১২৭। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, বিমানে বোমা রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান পাইলট। এর পরই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। শেষ পর্যন্ত যদিও কিছুই পাওয়া যায়নি।
বিমান সংস্থাটির তরফে জানানো হয়েছে, অবতরণের পর বিমানটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি। ঘণ্টাখানেক কেবিন ও পণ্য পরিবহণের কুঠুরিতে লাগাতার তল্লাশি চালিয়েও কিছুই মেলেনি। কে বা কারা বোমাতঙ্ক ছড়াল তা খতিয়ে দেখছে ডিজিসিএ।
আরও পড়ুন - নিজের মেয়েকে বিয়ে করা শরিয়া বিরোধী নয়, নিদান এই মুসলিম ধর্মগুরুর
গত কয়েক সপ্তাহে ভুয়ো ফোনে বার বার ব্যহত হয়েছে বিমান পরিষেবা। সম্প্রতি ভুয়ো বোমাতঙ্কের জেরে আমদাবাদে অবতরণ করতে হয় একটি বিমানকে।
|