ক্লাস বয়কট ঘিরে বিভক্ত জিডি বিড়লা বিক্ষোভ
যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদে জিডি বিড়লা স্কুলে ক্লাস বয়কটকে ঘিরে বিভক্ত হয়ে গেলেন অভিভাবকরা। স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়াল। আজ সকালে ক্লাস বয়কটের ডাক দিয়ে ছাত্রীদের নিরাপত্তার দাবি জানাতে থাকেন অভিভাবকদের একটি অংশ।
ওয়েব ডেস্ক: যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদে জিডি বিড়লা স্কুলে ক্লাস বয়কটকে ঘিরে বিভক্ত হয়ে গেলেন অভিভাবকরা। স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়াল। আজ সকালে ক্লাস বয়কটের ডাক দিয়ে ছাত্রীদের নিরাপত্তার দাবি জানাতে থাকেন অভিভাবকদের একটি অংশ।
দোষীদের শাস্তি নিয়ে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, ভাইস প্রিন্সিপালকে হাজির হয়ে তা জানানোরও দাবি জানাতে থাকেন তাঁরা। এমনকি স্কুল থেকে বাসও বেরোতে দেননি তাঁরা। এরই মধ্যে স্কুলে হাজির হয় অভিভাবকদের অন্য একটি অংশ। ক্লাস বয়কটের তীব্র বিরোধিতা করেন তাঁরা। তাঁদের বক্তব্য, স্কুলে নিরাপত্তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিক কর্তৃপক্ষ। কিন্তু স্কুল চলুক। এরপরই যে সব ছাত্রী ক্লাস করতে আগ্রহী, তাঁদের পুলিসি প্রহরায় স্কুলের ভিতর নিয়ে যাওয়া হয়।