হিডকোর জমি বন্টন বিতর্কের জবাব দিয়ে সুবিধাপ্রাপকদের নাম প্রকাশ করলেন গৌতম দেব
বিশেষ ক্ষমতা যদি না থাকে, তাহলে কারোরই তা থাকা উচিত নয়। কিন্তু বিশেষ ক্ষমতা থাকবে না একথা সুপ্রিম কোর্ট কোথাও বলেনি। হিডকোর জমি বণ্টন বিতর্কের জবাব দিতে গিয়ে দাবি করলেন গৌতম দেবের। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই রাজারহাট নিউটাউনে চেয়ারম্যান কোটায় পাঁচ শতাংশ জমি বণ্টনের সিদ্ধান্ত হয়।
ওয়েব ডেস্ক: বিশেষ ক্ষমতা যদি না থাকে, তাহলে কারোরই তা থাকা উচিত নয়। কিন্তু বিশেষ ক্ষমতা থাকবে না একথা সুপ্রিম কোর্ট কোথাও বলেনি। হিডকোর জমি বণ্টন বিতর্কের জবাব দিতে গিয়ে দাবি করলেন গৌতম দেবের। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই রাজারহাট নিউটাউনে চেয়ারম্যান কোটায় পাঁচ শতাংশ জমি বণ্টনের সিদ্ধান্ত হয়।
বাম জমানায় রাজারহাট নিউটাউনে হিডকোর চেয়ারম্যান কোটায় প্লট বণ্টনের বিজ্ঞপ্তি খারিজ করে ওই কোটায় বিলি হওয়া প্লটমালিকদের নামের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপরই বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে সুবিধাপ্রাপকদের তালিকা প্রকাশ করলেন তত্কালীন আবাসনমন্ত্রী তথা হিডকো চেয়ারম্যান গৌতম দেব।
সুবিধাপ্রাপকদের তালিকা-
প্রশাসনিক কর্তা-
বাসুদেব বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র
সুরজিত্ কর পুরকায়স্থ, নগরপাল
সু্প্রতিম সরকার, যুগ্ম নগরপাল, ট্রাফিক
প্রবীণ কুমার, জয়েন্ট ডিরেক্টর, এসআইবি
জুলফিকার হাসান, আইজি, সিআরপিএফ
অজেয় রাণাডে, কমিশনার, হাওড়া পুলিস
লক্ষ্মীনারায়ণ মীনা, যুগ্ম কমিশনার, কলকাতা পুলিস
হুমায়ুন কবীর, ডিসি, সদর, বারাকপুর কমিশনারেট
জাভেদ শামিম, কমিশনার, বিধাননগর পুলিস
রাজ কানোজিয়া, ডিজি, কোস্টাল সিকিওরিটি
এ কে মালিওয়াল, ডিজি, ট্রেনিং
আর কে পচনন্দা, এডিজি, সিআরপিএফ
গৌতমমোহন চক্রবর্তী, প্রাক্তন নগরপাল
জ্ঞানবন্ত সিং, আইজি, উত্তরবঙ্গ
বিচারপতি-
পিনাকী ঘোষ, সুপ্রিম কোর্টের বিচারপতি
অসীম কুমার বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের বিচারপতি
জয়ন্তকুমার বিশ্বাস, হাইকোর্টের বিচারপতি
আমিতাভ লালা, অবসরপ্রাপ্ত বিচারপতি
দেবাশিস করগুপ্ত, বিচারক
তৃণমূল নেতা-মন্ত্রী
মণীশ গুপ্ত, বিদ্যুত্ মন্ত্রী
তাপস পাল, তৃণমূল সাংসদ
খলিল আহমেদ, পুর কমিশনার
কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারপার্সন, বিধাননগর পুরসভা
নূরে আলম চক্রবর্তী, তৃণমূল বিধায়ক
তাপস রায়, তৃণমূল নেতা
তৃণমূল ঘনিষ্ঠ-
শুভাপ্রসন্ন, চিত্রশিল্পী
নচিকেতা, সঙ্গীতশিল্পী
কংগ্রেস নেতা-
মানস ভুঁইঞা