লক্ষ্যভ্রষ্ট গুলিতে পা বাদ যেতে পারে রাজেশের, হাসপাতালে গেলেন সুজন, সাড়া মেলেনি প্রশাসনের

গড়িয়ায় দুষ্কৃতীদের লক্ষ্যভ্রষ্ট হওয়া গুলিতে জখম রাজেশ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক। তাঁর পা বাদ দিতে হবে বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। কিন্তু এখনও  ঘটনার মূল অভিযুক্তদের টিকিও ছুঁতে পারেনি পুলিস। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার হাসপাতালে রাজেশকে দেখতে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী।  শাসকদলের ঘনিষ্ঠ যারা ঘটনায় জড়িত বলে অভিযোগ, তাদের কেউ এখনও ধরা পড়েনি। ফুঁসছেন সাধারণ মানুষ।

Updated By: Sep 22, 2015, 07:16 PM IST

ব্যুরো: গড়িয়ায় দুষ্কৃতীদের লক্ষ্যভ্রষ্ট হওয়া গুলিতে জখম রাজেশ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক। তাঁর পা বাদ দিতে হবে বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। কিন্তু এখনও  ঘটনার মূল অভিযুক্তদের টিকিও ছুঁতে পারেনি পুলিস। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার হাসপাতালে রাজেশকে দেখতে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী।  শাসকদলের ঘনিষ্ঠ যারা ঘটনায় জড়িত বলে অভিযোগ, তাদের কেউ এখনও ধরা পড়েনি। ফুঁসছেন সাধারণ মানুষ।

দুই দুষ্কৃতীদলের সংঘর্ষে রবিবার রাতে হঠাত্‍ রণক্ষেত্র গড়িয়ার নবপল্লী। বেপরোয়া হামলা, গুলির লড়াই। লক্ষ্যভ্রষ্ট হয়ে উড়ে আসা সেই  গুলিতেই গুরুতর জখম হন একুশের যুবক রাজেশ মণ্ডল। হাসপাতালের আইসিইউতে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজেশ।

রাজেশকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন বাবা-মা। সেই ছেলেরই এমন পরিণতিতে তাঁদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।

প্রশাসনের তরফে কোনও সাড়া মেলেনি। ক্ষোভের এই আবহে রাজেশের বাড়িতে এখনও একরাশ শূন্যতা। কোথা থেকে আসবে টাকা? কীভাবে বাঁচাবেন ছেলেকে? জবাব হাতড়াচ্ছে রাজেশের পরিবার।

.