খাস কলকাতায় কালীঘাটে দুই নাবালিকাকে গণধর্ষণ

আদিগঙ্গার ধারে জোর করে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ। 

Updated By: Nov 29, 2019, 11:23 PM IST
খাস কলকাতায় কালীঘাটে দুই নাবালিকাকে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদন: খাস কলকাতায় উঠল গণধর্ষণের অভিযোগ। কালীঘাটের আদিগঙ্গার কাছে দুই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ২ নাবালক-সহ তিনজনের বিরুদ্ধে।  দুজনকে গ্রেফতার করেছে পুলিস।  এক নাবালকের খোঁজে তল্লাসি চলছে। 

কালীঘাট মন্দিরের কাছেই ফুটপাথে থাকে দুই নাবালিকা। বাবা-মা কোথায়? খোঁজ নেই। দুজনেই ভিক্ষাজীবী। অভিযোগ, দুই নাবালিকাকে মাটি আনতে যাওয়ার কথা বলে আদিগঙ্গার দিকে ডেকে নিয়ে যায় ওই এলাকারই ৩ জন। কিছুদূর যাওয়ার পর সন্দেহ হলে যেতে অস্বীকার করে তারা। এরপরেই নাবালিকাদের টানতে টানতে আদিগঙ্গার পাশের ঝোপে নিয়ে যায় তারা। সেখানে ধর্ষণ করা হয় তাদের। 

দুই নাবালিকাকে দেখে পুলিসে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মেডিক্যাল টেস্টে ধর্ষণের প্রমাণ মিলেছে। ঘটনাস্থলে উদ্ধার হয়েছে মদের বোতল। পুলিস সূত্রে খবর, দুষ্কৃতীরা মদ্যপান করেছিল। দুই নাবালিকাকেও মদ্যপানের চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিসি সাউথ মিরাজ খালিদ। শুরু  হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত। 

আরও পড়ুন- আত্মতুষ্টি, এনআরসি, হামবড়া ভাব নাকি নব্য বনাম আদি- বিজেপির ভরাডুবির কারণ কী?

.