২ মাস পর কলকাতা বিমানবন্দর থেকে উড়ল বিমান, কড়া নজর সুরক্ষাবিধিতে!
আমফানের কারণে সুরক্ষার কথা মাথায় রেখে তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে ফের স্বাভাবিক হল বিমান পরিষেবা।
নিজস্ব প্রতিবেদন: ২ মাসের ব্যবধান। ফের দমদম বিমানবন্দর থেকে উড়ল বিমান। সুরক্ষাবিধিতে রাখা হয়েছে কড়া নজর।
প্রথমে লকডাউনের জেরে গত ২৪ তারিখ পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ ছিল। ২৫ তারিখ থেকে পরিষেবা শুরু হওয়ার কথা থাকলেও আমফানের কারণে সুরক্ষার কথা মাথায় রেখে তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে ফের স্বাভাবিক হল বিমান পরিষেবা।
এদিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে প্রথম বিমান উড়ে যায় গুয়াহাটির উদ্দেশে। সকাল ৬টা ১৯মিনিট নাগাদ 9I 0737 বিমানটি আকাশে ওড়ে।
যেভাবে যাত্রীদের সুরক্ষা বজায় রাখা হচ্ছে বিমানবন্দরে
দূরত্ব বজায় রেখে লাইন দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন যাত্রীরা।
সংক্রমণ এড়াতে বোর্ডিং পাস ও টিকিট চেকিং যন্ত্রের মাধ্যমে করা হয়।
মাস্ক তো বাধ্যতামূলক, বন্দরে ঢোকার আগেই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
সকল যাত্রীর লাগেজ প্রথমে স্যানিটাইজ করা হয়।
তারপর সামাজিক দূরত্ব বজায় রেখে বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশ করেন যাত্রীরা।
যাত্রীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকাও বাধ্যতামূলক
দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, সমস্ত বিধি মেনে সোমবার সকালে দিল্লি থেকে একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার সকালে দমদম বিমানবন্দরে পৌঁছয়। তাতে ১২২ জন এসেছেন। তাঁদের প্রত্যেককেই আপাতত কোয়ারেন্টিনে থাকতে হবে।