হল্যান্ডে হই চই : কন্যাশ্রীর বিশ্ব স্বীকৃতির মঞ্চে কুমোরটুলির প্রতিমায় প্রথম দুর্গাপুজো

পুজোর সময় হল্যান্ডে হই চই। মুখ্যমন্ত্রী গিয়েছিলেন যেখানে, সেখানে এবার প্রথম দুর্গাপুজোর আয়োজন। প্রবাসী বাঙালিদের পুজোর প্রতিমা রওনা দিল কুমোরটুলি থেকে।

Updated By: Jul 7, 2017, 10:59 PM IST
হল্যান্ডে হই চই : কন্যাশ্রীর বিশ্ব স্বীকৃতির মঞ্চে কুমোরটুলির প্রতিমায় প্রথম দুর্গাপুজো
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: পুজোর সময় হল্যান্ডে হই চই। মুখ্যমন্ত্রী গিয়েছিলেন যেখানে, সেখানে এবার প্রথম দুর্গাপুজোর আয়োজন। প্রবাসী বাঙালিদের পুজোর প্রতিমা রওনা দিল কুমোরটুলি থেকে।

কুমোরটুলির প্রতিমা জলপথে পাড়ি দিচ্ছে হল্যান্ড। সেখানে হই চই ক্লাবের উদ্যোগে এবার প্রথম দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী হল্যান্ডে কন্যাশ্রীর বিশ্ব স্বীকৃতি নিয়েছেন যেখানে সেখানেই এবার কুমোরটুলির প্রতিমায় পুজো হচ্ছে। ফাইবারের প্রতিমা। উচ্চতায় বেশি নয়। তবে মা আসছেন এই খবরেই অকাল শরত সেখানে। কুমোরটুলির শিল্পী কৌশিক ঘোষ নিজেও খুশি তিনমাস আগে হল্যান্ডে হই চই-এ অংশ নিতে পেরে। সব মিলিয়ে বলাই যায় বিলেতে মেতে উঠেছে বিশ্ব বাঙালি।

.