নিমেষে জ্বলে খাক চলন্ত বাস

চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল ইএম বাইপাসের চিংড়িহাটা এলাকায়। বেলেঘাটা থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল রাজ্য ভূতল পরিবহণ নিগমের একটি বাস। সকাল এগারোটা নাগাদ চিংড়িহাটা ব্রিজের কাছে বাসটির নিচে আগুন দেখতে পান বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিসকর্মীরা। বাস দাড় করিয়ে দেন তাঁরা। ভিড়ে ঠাসা বাস দ্রুত খালি করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ততক্ষণে আগুন গ্রাস করেছে গোটা বাসটিকে। দমকলকর্মীদের একঘণ্টার চেষ্টায় বেলা বারোটা নাগাদ আয়ত্ত্বে আসে আগুন। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলবাহিনীর। 

Updated By: May 8, 2013, 02:42 PM IST

চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল ইএম বাইপাসের চিংড়িহাটা এলাকায়। বেলেঘাটা থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল রাজ্য ভূতল পরিবহণ নিগমের একটি বাস। সকাল এগারোটা নাগাদ চিংড়িহাটা ব্রিজের কাছে বাসটির নিচে আগুন দেখতে পান বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিসকর্মীরা। বাস দাড় করিয়ে দেন তাঁরা। ভিড়ে ঠাসা বাস দ্রুত খালি করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ততক্ষণে আগুন গ্রাস করেছে গোটা বাসটিকে। দমকলকর্মীদের একঘণ্টার চেষ্টায় বেলা বারোটা নাগাদ আয়ত্ত্বে আসে আগুন। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলবাহিনীর। 

.