গড়িয়াহাট থানার কাছে জুতোর গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৭ ইঞ্জিন
ডোভার টেরাসে জুতোর গোডাউনে আগুন লাগার খবর পেয়ে পৌঁছে যায় দমকলের ৭টি ইঞ্জিন।
নিজস্ব প্রতিবেদন: গড়িয়াহাট থানার কাছে ডোভার টেরাসে একটি জুতোর গোডাউনে লাগল আগুন। রাত সাড়ে ৯টা নাগাদ আগুনের ফুলকি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন থানা ও দমকলে।
ডোভার টেরাসে জুতোর গোডাউনে আগুন লাগার খবর পেয়ে পৌঁছে যায় দমকলের ৭টি ইঞ্জিন। আগেই বাড়ির ওপরতলার বাসিন্দাদের বের করে আনেন স্থানীয় বাসিন্দারা। গোডাউনের কর্মীরাও বেরিয়ে আসেন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে চারপাশ থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজে নেমে পড়ে দমকল। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।
ঘটনাস্থলে পৌঁছন রাসবিহারী বিধানসভার বিধায়ক দেবাশিস কুমার। তিনি বলেন,'তিন তলার বাসিন্দাদের আগেই বের করে আনে পাড়ার ছেলেরা। জুতোর গোডাউন বলে আগুন নেভাতে খানিকটা সময় লাগছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে।'
আরও পড়ুন- মামলায় পক্ষ হতে চেয়ে হাইকোর্টে আবেদন NHRC-র 'দাগী দুষ্কৃতী' জ্যোতিপ্রিয়-পার্থর