এফআইআর অনুপমের বিরুদ্ধে, ভেবে মন্তব্য করা উচিত,বললেন মুকুল

'আমার করোনা হলে আমি মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরব।' অনুপমের এই মন্তব্যের প্রতিবাদেই এই এফ আই আর দায়ের করা হয়

Updated By: Sep 28, 2020, 12:29 PM IST
এফআইআর অনুপমের বিরুদ্ধে, ভেবে মন্তব্য করা উচিত,বললেন মুকুল

 নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর প্রতি অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল উদ্বাস্তু সেল। শিলিগুড়ি থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। রবিবার উত্তর চব্বিশ পরগনায় এক মিটিংয়ে অনুপম বলেছিলেন, 'আমার করোনা হলে আমি মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরব।' অনুপমের এই মন্তব্যের প্রতিবাদেই এই এফ আই আর দায়ের করা হয়।

সল্টলেকে বিজেপি কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন এবং সম্বর্ধনা গ্রহণ করেন। সেখানে প্রত্যাশিত ভাবেই অনুপম হাজরার উক্ত মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। মুকুল জানান, যাঁরা দায়িত্বপূর্ণ লোক, তাঁদের কোনও মন্তব্য করার আগে সতর্ক থাকা উচিত ।
রাহুল সিনহা নিয়েও প্রশ্ন আসে মুকুলের দিকে। সে-সম্পর্কে তিনি জানান, তিনি দীর্ঘদিন বিজেপি করেছেন বিভিন্ন পদে ছিলেন এবং তাঁর অবদান চট করে বলা সম্ভবও নয়। এ ছাড়াও মুকুল জানান, দিলীপ ঘোষের সঙ্গে তাঁর কথা হয়েছে। কথা হয়েছে বিভিন্ন সাংসদদের সঙ্গেও।

.