শেষ দফা নির্বাচনে কলকাতার ভোটচিত্র

লোকসভা ভোটে কার দখলে থাকবে কলকাতার দুই আসন? প্রার্থী তালিকায় রয়েছে তীব্র সংঘর্ষের পূর্বাভাস।

Updated By: May 10, 2014, 10:41 PM IST

লোকসভা ভোটে কার দখলে থাকবে কলকাতার দুই আসন? প্রার্থী তালিকায় রয়েছে তীব্র সংঘর্ষের পূর্বাভাস।

কলকাতা উত্তর কেন্দ্রে ভোটের লড়াই জমজমাট। প্রধান চারটি দলেরই প্রার্থী হেভিওয়েট। এই কেন্দ্র দখলে রাখা তৃণমূলের সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে চ্যালেঞ্জ। বামেদের প্রার্থী পুরসভার বিরোধী নেত্রী রূপা বাগচি। সদ্য কংগ্রেসে ফেরা সোমেন মিত্র লড়ছেন হাতচিহ্নের প্রতীকে। বিজেপির প্রার্থী দলের রাজ্য সভাপতি রাহুল সিনহা। দুহাজার এগারোয় এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনেই তৃণমূল জিতেছিল।

কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে পরপর সাতবার জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালাবদলের পর তাঁর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনে জিতেছেন সুব্রত বক্সি। এবার তিনিই তৃণমূল প্রার্থী। শক্তঘাঁটিতে তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে বামেরা আস্থা রাখছে অধ্যাপিকা নন্দিনী মুখার্জির ওপর। বিজেপি দাঁড় করিয়েছে প্রবীণ সৈনিক তথাগত রায়কে। কংগ্রেস প্রার্থী মালা রায়। দুহাজার এগারোয় দক্ষিণ কলকাতার সাতটি বিধানসভাই তৃণমূলের দখলে ছিল।

.