এবার ভোটে ফেলুদা
আগামী ২৫ জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে ফেলুদাকে সঙ্গে নিয়ে প্রচারে নামছে নির্বাচন কমিশন। নতুন ভোটারদের তালিকায় নাম তোলার জন্য উত্সাহিত করতেই এই বিশেষ উদ্যোগ নিচ্ছে কমিশন। ফেলুদার সঙ্গে প্রচারে থাকছেন তোপসেও।
আগামী ২৫ জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে ফেলুদাকে সঙ্গে নিয়ে প্রচারে নামছে নির্বাচন কমিশন। নতুন ভোটারদের তালিকায় নাম তোলার জন্য উত্সাহিত করতেই এই বিশেষ উদ্যোগ নিচ্ছে কমিশন। ফেলুদার সঙ্গে প্রচারে থাকছেন তোপসেও।
নির্বাচন কমিশনের সমীক্ষা অনুযায়ী নতুন প্রজন্মের ভোটার তালিকায় নাম তোলার প্রবনতা কম। সেকারণেই জনপ্রিয় এই দুই চরিত্রকে এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে প্রচার শুরু করছে কমিশন। বৃহস্পতিবার দিনভর শ্যুটিং করলেন ফেলুদা সব্যসাচী চক্রবর্তী এবং তোপসে সাহেব চট্টোপাধ্যায়। কলেজ স্ট্রিটের অলি-গলিতে ঘুরে বেড়ালেন। প্রচারে নেমে সব্যসাচী বলেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ফেলুদা পড়েন এবং তাঁরা সিনেমাও দেখেন। কাজেই তাঁদেরকে ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য ফেলুদা-তোপসের থেকে ভাল কিছু হতে পারে না। একই কথা মনে করছেন নির্বাচন কমিশনের জয়েন্ট সিইও দেবাশীষ সরকার। তাঁর মতে ১৮-১৯ বছরের যত মানুষ রয়েছেন তার অনেক কম নাম ভোটার তালিকায় নথিভুক্ত রয়েছে। ফেলুদা এবং তোপসের মাধ্যমে সহজে এই যুবক যুবতীদের কাছে পৌঁছনো যাবে বলে মনে করেন তিনি। প্রথমে বাংলা দিয়ে শুরু করে এবং পরে অন্যান্য ভাষায়ও প্রচারের কাজ হবে এই দুই চরিত্রকে ব্যবহার করে।