বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর সই নকল করা রীতিমতো প্র্যাকটিস করেছিলেন জোনাকি বসু!

বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর সই নকল করা রীতিমতো প্র্যাকটিস করেছিলেন তিনি। তবে মুখ্যসচিবের সই জানা ছিল না তার। পুলিসের দাবি, দফায় দফায় জেরার পর একথা স্বীকার করেছেন সই জাল কাণ্ডে ধৃত জোনাকি বসু। বাগুইআটির দেশবন্ধুনগরে তার বাড়ির পাশের সাইবার ক্যাফেতে বসেই  দুজনের জাল সই করা চিঠি তৈরি করেছিলেন জোনাকি।

Updated By: Aug 16, 2016, 10:59 AM IST
বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর সই নকল করা রীতিমতো প্র্যাকটিস করেছিলেন জোনাকি বসু!

ওয়েব ডেস্ক: বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর সই নকল করা রীতিমতো প্র্যাকটিস করেছিলেন তিনি। তবে মুখ্যসচিবের সই জানা ছিল না তার। পুলিসের দাবি, দফায় দফায় জেরার পর একথা স্বীকার করেছেন সই জাল কাণ্ডে ধৃত জোনাকি বসু। বাগুইআটির দেশবন্ধুনগরে তার বাড়ির পাশের সাইবার ক্যাফেতে বসেই  দুজনের জাল সই করা চিঠি তৈরি করেছিলেন জোনাকি।

আরও পড়ুন  পদক তো আর চকোলেট নয় তাহলে পদকজয়ীরা সেটাকে কামড়ান কেন?

এরপর তা পাঠিয়ে দিয়েছিলেন ধৃত প্রমোটার রাজীব ঘোষের কাছে। রাজীব সেই চিঠি নিয়ে মেয়র সব্যসাচী দত্তের কাছে গেলে প্রথমে তা  জমাও নেওয়া হয়। পরে সন্দেহ হওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে খোঁজখবর করতেই বেরিয়ে আসে আসল ঘটনা।

আরও পড়ুন  বাবা রামদেবের 'প্রেমপত্র' নিয়ে বিরক্তি!

.