LIC-র নামে প্রতারণা সল্টলেকে, ধৃত যুবক
সল্টলেকে হাতেনাতে ধৃত প্রতারক। লাইফ ইনসিওরেন্স সংস্থার নাম করে প্রতারণার অভিযোগ। ধৃতকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিস।
Updated By: Mar 25, 2017, 01:36 PM IST
ওয়েব ডেস্ক : সল্টলেকে হাতেনাতে ধৃত প্রতারক। লাইফ ইনসিওরেন্স সংস্থার নাম করে প্রতারণার অভিযোগ। ধৃতকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিস।
অভিযোগকারীর সুব্রত ঘোষের দাবি, গতকাল ইনসিওরেন্স সংস্থার নাম করে তাঁর কাছে এক যুবক আসে। বলে ইনসিওরেন্স পলিসি ল্যাপস করে গেছে। টাকা দিতে হবে। টাকা দিয়েও দিচ্ছিলেন ওই ব্যাক্তি। কিন্তু শেষ মুহূর্তে সন্দেহ হওয়ায় পুলিসে খবর দেওয়া হয়। খোঁজ নিয়ে দেখা যায় সে ইনসিওরেন্স সংস্থার কর্মীই নয়। পুলিস এসে বামাপদ দুলে নামে ওই যুবককে গ্রেফতার করে। প্রতারণা চক্রের বাকিদের খোঁজ চলেছে।
আরও পড়ুন, তোলা না পেয়ে লরিচালকের মাথা ফাটানোর অভিযোগ ট্রাফিক পুলিসের বিরুদ্ধে