দু ঘণ্টার সফল অস্ত্রোপচার অভিষেক ব্যানার্জির

দু ঘণ্টার সফল অস্ত্রোপচার অভিষেক ব্যানার্জির। অরবিটো জাইগোম্যাটিক কমপ্লেক্স। মুখের গঠন অনেকটাই নির্ভর করে এই অংশের হাড়ের গঠনের উপর। সেখানে আঘাত লাগলে বা ভাঙলে সূক্ষ টাইটেনিয়াম প্লেট বসিয়ে চিকিত্সা করা হয়।

Updated By: Oct 25, 2016, 03:52 PM IST
দু ঘণ্টার সফল অস্ত্রোপচার অভিষেক ব্যানার্জির

ওয়েব ডেস্ক : দু ঘণ্টার সফল অস্ত্রোপচার অভিষেক ব্যানার্জির। অরবিটো জাইগোম্যাটিক কমপ্লেক্স। মুখের গঠন অনেকটাই নির্ভর করে এই অংশের হাড়ের গঠনের উপর। সেখানে আঘাত লাগলে বা ভাঙলে সূক্ষ টাইটেনিয়াম প্লেট বসিয়ে চিকিত্সা করা হয়।

চিকিত্‍সক সুকুমার মুখোপাধ্যায় নেতৃত্বে ১২ জন চিকিত্সকের বিশেষ দল এই অপারেশন করেন। ছিলেন দুজন অ্যানাস্থেটিস্ট, দুজন হৃদরোগ বিশেষজ্ঞ। অনির্বাণ ভাদুড়ির নেতৃত্বে ছিলেন পাঁচ জন চক্ষুরোগ বিশেষজ্ঞও। এছাড়াও দুজন ম্যাক্সিলো ফেসিয়াল সার্জেন অমিত রায় ও কমলেশ্ব কোঠারি। উপস্থিত ছিলেন দুই হৃদরোগ বিশেষজ্ঞ মনোতোষ পাঁজা ও এসবি রায়। টিমে ছিলেন  দুই চক্ষু বিশেষজ্ঞ অভিজিত্‍ চট্টোপাধ্যায় ও জয়াংশু সেনগুপ্ত।

.