Partha Chatterjee: CBI হাজিরায় স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

১৩ মে মামলার পরবর্তী শুনানি।

Updated By: Apr 13, 2022, 08:22 PM IST
  Partha Chatterjee:  CBI হাজিরায় স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: ৪ নয়, ৫ সপ্তাহ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) CBI দফতরে হাজিরায় স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট (Calcutta High Court)।  ১৩ মে ফের মামলা শুনানি ডিভিশন বেঞ্চে।

রাজ্যে শিক্ষক নিয়োগে 'বেনিয়ম'। মামলা চলছে কলকাতা হাইকোর্টে। স্রেফ নবম-দশম শ্রেণিতে অঙ্ক শিক্ষক নিয়োগে CBI তদন্ত নয়, পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এরপর মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। CBI হাজিরায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি হয়।

আরও পড়ুন: মাথায় বন্দুক ধরতে পারেন, মরতে রাজি, দুর্নীতি দেখলে চুপ থাকব না: বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি

এদিন ফের মামলাটির শুনানি হয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। পার্থ চট্টোপাধ্যায়ের CBI হাজিরায় ৪ সপ্তাহের স্থগিতাদেশ জারি করে আদালত। সিবিআই-কে নির্দেশ, আদালতের অনুমতি ছাড়া এই মামলায় কোনও পদক্ষেপ করা যাবে না। এবার স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হল।

আরও পড়ুন: Jagdeep Dhankar: মুখ্যসচিব, DG-র সঙ্গে বৈঠক; 'আইনের শাসন ফেরানো অত্যন্ত জরুরি', টুইট রাজ্যপালের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.