টিএমসিপির ডেপুটেশনের ভিত্তিতে যাদবপুরে পরীক্ষা পদ্ধতি বদল

তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশনের ভিত্তিতে পরীক্ষা ব্যবস্থায় অভিনব পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল। এগজিকিউটিভ কাউন্সিলে সর্বসম্মত সিদ্ধান্ত, এবার থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগের যে কোনও শাখায়, কোনও বিষয়ে পাস না করেই পরবর্তী সেমেস্টারে যেতে পারবেন ছাত্রছাত্রীরা।

Updated By: Aug 26, 2013, 03:50 PM IST

তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশনের ভিত্তিতে পরীক্ষা ব্যবস্থায় অভিনব পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল। এগজিকিউটিভ কাউন্সিলে সর্বসম্মত সিদ্ধান্ত, এবার থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগের যে কোনও শাখায়, কোনও বিষয়ে পাস না করেই পরবর্তী সেমেস্টারে যেতে পারবেন ছাত্রছাত্রীরা।
এতদিন নিয়ম ছিল কোনও সেমেস্টারে দুটির বেশি বিষয়ে অকৃতকার্য হলে, সেই ছাত্র পরবর্তী সেমেস্টারে উঠতে পারবেন না। তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশনের ভিত্তিতে সেই নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে এগজিকিউটিভ কাউন্সিল। এগজিকিউটিভ কাউন্সিলের এই সিদ্ধান্ত শিক্ষক মহলেই বহু প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে নির্দেশিকা জারির পদ্ধতি নিয়েও। এতদিন পর্যন্ত পরীক্ষা ব্যবস্থায় কোনও পরিবর্তন আনতে হবে তার খসড়া স্থির করত এগজাম কমিটি। ফ্যাকাল্টি স্টাডিজ বিভাগ সেই খসড়া খতিয়ে দেখে বিভিন্ন ফ্যাকাল্টির মতামত নিত। সেই রিপোর্ট খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিত বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল। এবার সরাসরি এগজিকিউটিভ কাউন্সিলের থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

.