করোনা আক্রান্ত প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ, মৃত্যু স্ত্রীয়ের

শনিবার নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে স্বামী-স্ত্রীর।

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Jul 19, 2020, 01:20 PM IST
করোনা আক্রান্ত প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ, মৃত্যু স্ত্রীয়ের
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনায় মৃত্যু হল কলকাতা পুলিসের প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষের স্ত্রীর।  আক্রান্ত তিনিও। তবে পরীক্ষায় তাঁর ছেলের ফল নেগেটিভ এসেছে।

সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন গোয়েন্দা কর্তা স্ত্রী। জ্বর হয়েছিল তাঁর। আকাঙ্খা মোড়ে নিজের বাড়িতেই আইসোলেশনে থাকতে শুরু করেন গোয়েন্দা প্রধান ও তাঁর স্ত্রী-ছেলে। শনিবার নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে স্বামী-স্ত্রীর।

আরও পড়ুন: উপভোগের পর ফেরত যায় ‘সে’, আর ফেলে যায় মুণ্ড ও হাতবিহীন দেহ
এরপর হঠাত্ই শ্বাসকষ্ট শুরু হয় প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রীর। শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মৃত্যু হয় তাঁর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পল্লবকান্তি ঘোষ।

.