নব্বই বসন্ত পেরিয়ে চোখ বুজলেন 'হাজার চুরাশির মা'
প্রয়াত মহাশ্বেতা দেবী। ৯১ বছর বয়সে প্রয়াত হলেন বিশিষ্ট এই লেখিকা। দীর্ঘদিন ধরেই রোগভোগে ভুগছিলেন এই লেখিকা। অসুস্থ ছিলেন ফুসফুসের সংক্রমণে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিশিষ্ট এই লেখিকার মৃত্যুতে টুইটারে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
ওয়েব ডেস্ক : প্রয়াত মহাশ্বেতা দেবী। ৯১ বছর বয়সে প্রয়াত হলেন বিশিষ্ট এই লেখিকা। দীর্ঘদিন ধরেই রোগভোগে ভুগছিলেন এই লেখিকা। অসুস্থ ছিলেন ফুসফুসের সংক্রমণে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিশিষ্ট এই লেখিকার মৃত্যুতে টুইটারে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
India has lost a great writer. Bengal has lost a glorious mother. I have lost a personal guide. Mahashweta Di rest in peace
— Mamata Banerjee (@MamataOfficial) July 28, 2016
প্রথম জীবনে সাংবাদিকতার পাশাপাশি তত্কালীন সময়ে রাজ্য সরকারের শিল্পনীতি সমালোচনা করে বিভিন্ন পত্রপত্রিকায় লেখনী ধরেছিলেন তিনি। তাঁর লেখা "হাজার চুরাশির মা", "তিতুমীর", "অরণ্যের অধিকার" অবিস্মরণীয় রচনা। তাঁর লেখা উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে "রুদালি"-র মত কালজয়ী সিমেনা। পরবর্তীকালে রাজ্য-রাজনীতিতে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁকে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যায়।
সাহিত্যজীবনে বহু সম্মানে ভূষিত হয়েছেন এই লেখিকা। ঝুলিতে এসেছে রামোন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ, সাহিত্য অ্যাকাডেমি, পদ্মশ্রী, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, বঙ্গবিভূষণ প্রভৃতি।