WB By-polls: Mamata-র কেন্দ্রে উপনির্বাচন, বাকি ২ কেন্দ্র ভোটের দিন ঘোষণা করল কমিশন

সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোটের দিন ঘোষণা।

Updated By: Sep 4, 2021, 02:20 PM IST
WB By-polls: Mamata-র কেন্দ্রে উপনির্বাচন, বাকি ২ কেন্দ্র ভোটের দিন ঘোষণা করল কমিশন

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। একই দিনে ভোট হবে সামশেরগঞ্জ, জঙ্গিপুর এবং ওডিশার পিপলি কেন্দ্রে। ৩ অক্টোবর ভোট গননা।

করোনা পরিস্থিতিতে ভোট হওয়ায় একাধিক নিয়ম বলবৎ করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। স্ক্রুটিনির দিন ১৪ সেপ্টেম্বর। কোনও প্রার্থী চাইলে ১৬ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন তুলে নিতে পারেন। ৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে নির্বাচন প্রক্রিয়া।

অন্যান্য নিয়মাবলি: 

১। মনোনয়ন জমা দেওয়ার সময় কোনও মিছিল করা যাবে না। রিটার্নিং অফিসারের অফিসের ১০০ মিটারের মধ্যে ৩টির বেশি গাড়ি রাখা যাবে না।

২। ইন্ডোর প্রচারের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং আউটডোর প্রচারের ক্ষেত্রে ৫০ শতাংশ লোক নিয়ে প্রচার করা যাবে।

৩। জাতীয় ও রাজ্যের দলগুলো ২০ জনের বেশি স্টার প্রচারক ব্যবহার করতে পারবে না।

৪। কোনও রোড-শো করা যাবে না। ৫০ জনের বেশি লোক নিয়ে স্ট্রিট কর্নার করা যাবে না। প্রার্থী-সহ ৫ জন ডোর-টু-ডোর প্রচার করতে পারবেন।

৫। গোটা প্রক্রিয়ায় যাতে করোনাবিধি লঙ্ঘন না হয়, সেজন্য রাজ্যের মুখ্যসচিব, পুলিস প্রধান এবং স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

৬। নির্বাচনের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য করোনা টিকার ডবল ডোজ বাধ্যতামূলক করা হয়েছে।

.