দমদমে প্রৌঢ়কে শ্বাসরোধ করে খুন
প্রৌঢ়কে শ্বাসরোধ করে খুন। চাঞ্চল্য ছড়াল দমদমের খাসালিটোলায়। নতুন বাড়ি কিনে দমদমে গিয়েছিলেন ভবানীপুরের বাসিন্দা ভবরঞ্জন ভাওয়াল। গতকাল রাত থেকে তাঁর খোঁজ মিলছিল না। সকাল হলে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। তখনই নতুন বাড়ি থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়েছে।
ওয়েব ডেস্ক: প্রৌঢ়কে শ্বাসরোধ করে খুন। চাঞ্চল্য ছড়াল দমদমের খাসালিটোলায়। নতুন বাড়ি কিনে দমদমে গিয়েছিলেন ভবানীপুরের বাসিন্দা ভবরঞ্জন ভাওয়াল। গতকাল রাত থেকে তাঁর খোঁজ মিলছিল না। সকাল হলে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। তখনই নতুন বাড়ি থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়েছে।
আরও পড়ুন
খাস কলকাতার বুকে নিজের বাড়িতে খুন কিশোরী
অন্যদিকে, মনোরঞ্জনা সিং জামিন পেয়েছেন। সারদা কাণ্ডের অন্য অপরাধীরাও কি জামিনের আশায় এবার সুপ্রিম কোর্টের কড়া নাড়বেন? এই প্রশ্ন উঠছে। সারদা কাণ্ডে এই মুহূর্তে গ্রেফতার রয়েছেন মনোরঞ্জনার প্রাক্তন স্বামী মাতঙ্গ সিং, সদানন্দ গগৈ এবং নরেশ ভালোটিয়া। এঁদের কেউ জেল হাজতে। কেউ শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি। তাঁদের আইনজীবীরাও কি স্বাস্থ্যের কারণে জামিন চাইবেন? সেই সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে।