বেনিয়াপুকুরে বৃদ্ধকে কুপিয়ে খুন

ওয়েব ডেস্ক: বেনিয়াপুকুরে বৃদ্ধকে কুপিয়ে খুন । মৃতের দেহে একাধিক কোপের চিহ্ন। কুকুর তাড়ানো নিয়ে বচসার জেরেই খুন করা হয়েছে বৃদ্ধকে। প্রাথমিক তদন্তরে পর দাবি পুলিসের।

বেনিয়াপুকুরের বেচুলাল রোড। এখানেই শুক্রবার গভীর রাতে খুন হয়ে গেলেন বৃদ্ধ মহম্মদ সাবির। রাতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে ওই বৃদ্ধকে। কোনও ক্রমে পালিয়ে বাড়ি আসার চেষ্টাও করেন তিনি।

খুনের নেপথ্যে বচসা? প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, বচসার জেরে রাগের মাথায় খুন করা হয় বৃদ্ধকে। কুকুর তাড়ানো নিয়ে বৃদ্ধের সঙ্গে একটি বচসা হয়েছিল বলেও জানতে পেরেছে পুলিস। এলাকায় মদ গাঁজার ঠেক চলে, বৃদ্ধ তাঁর প্রতিবাদও করেন বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস ।

শহরে ফের অটো চালকের দৌরাত্ম্য, তরুণীর শ্লীলতাহানির অভিযোগ অটো চালকের বিরুদ্ধে

English Title: 
Elderly man murdered at beniapukur
News Source: 
Home Title: 

বেনিয়াপুকুরে বৃদ্ধকে কুপিয়ে খুন

বেনিয়াপুকুরে বৃদ্ধকে কুপিয়ে খুন
Yes
Is Blog?: 
No