কাল একুশে জুলাই, কী বার্তা নেত্রীর? তাকিয়ে সবাই

আগামিকাল একুশে জুলাই। ধর্মতলায় শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। প্রতিবারই এই সমাবেশমঞ্চ থেকে দলীয় কর্মীসমর্থকদের উদ্দেশে বার্তা দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের সমাবেশ থেকে  গোষ্ঠীকোন্দল, তোলাবাজি, সিন্ডিকেটে নিয়ে  দলনেত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন দলীয় কর্মী সমর্থকরা।  

Updated By: Jul 20, 2014, 11:08 PM IST
কাল একুশে জুলাই, কী বার্তা নেত্রীর? তাকিয়ে সবাই

কলকাতা: আগামিকাল একুশে জুলাই। ধর্মতলায় শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। প্রতিবারই এই সমাবেশমঞ্চ থেকে দলীয় কর্মীসমর্থকদের উদ্দেশে বার্তা দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের সমাবেশ থেকে  গোষ্ঠীকোন্দল, তোলাবাজি, সিন্ডিকেটে নিয়ে  দলনেত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন দলীয় কর্মী সমর্থকরা।  

আরও একটা একুশে জুলাই। আর একুশে জুলাই এলেই খবরের শিরোনামে চলে আসে তৃণমূলের শহিদ দিবস। গতবছর  একুশে জুলাই  শহিদ দিবস পালন করেনি তৃণমূল। শহিদ দিবস পালন হয়েছিল একত্রিশে জানুয়ারি ব্রিগেডে। এবছর  একুশে জুলাইয়ের সমাবেশ হচ্ছে ধর্মতলায় । প্রতিবছরই একুশে জুলাই পালনের মধ্যে দিয়ে দলীয় কর্মী সমর্থকদের রাজনৈতিক বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর দিয়েছিলেন লোকসভা ভোট নিয়ে বার্তা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটির মধ্যে চৌত্রিশটি  আসন পেয়েছে তৃণমূল। আনুষ্ঠানিকভাবে বিজয় উত্সব পালনের কর্মসূচিও রয়েছে সোমবারই।

লোকসভা ভোটে রাজ্যে  ছয় শতাংশ থেকে বিজেপির ভোট বেড়ে দাঁড়িয়েছে সতেরো শতাংশে। বেশ কয়েকটি এলাকায় বিজেপির প্রাধান্য বেড়েছে।  এরফলে লোকসভা ভোটে ভাল ফল সত্ত্বেও স্বস্তিতে নেই তৃণমূল নেত্রী।

সম্প্রতি সংসদে ট্রাই সংশোধনী বিল পাসের ক্ষেত্রে বিজেপির পক্ষ নেওয়ায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে বিজেপি নিয়ে তৃণমূলের অবস্থান কী সে সম্পর্কেও শহিদ সমাবেশের মঞ্চ থেকে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

এছাড়াও তৃণমূল নেত্রীর কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়া। গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে বারবার দলীয় নেতাকর্মীদের বার্তা দিলেও এখনও সেভাবে নিয়ন্ত্রণে আসেনি কোন্দল। একইসঙ্গে উঠছে দলীয় কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। জামুড়িয়ায় শ্যাম সেল কারখানা , হলদিয়ায় ভোজ্য তেল কারখানায় গণ্ডগোলের ছবি রাজ্যের শিল্পভাবমূর্তিতে  আঘাত হেনেছে। সাম্প্রতিককালে বন্ধ হয়ে গেছে জেসপ, হিন্দমোটরস, শালিমার পেইন্টস কারখানা। শিল্পক্ষেত্রে জঙ্গি আন্দোলন রুখতে দলের সর্বোচ্চ নেত্রী কী  বার্তা দেন নজর থাকবে সেদিকেও।

 

.