ঈদের ছুটি ২ দিন, পিছিয়ে দেওয়া হল পূর্বনির্ধারিত পরীক্ষা
বুধ ও বৃহস্পতি। এবার রাজ্য সরকার দুদিন ঈদের ছুটি ঘোষণা করায়, ছুটির গেরো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়েও।
ওয়েব ডেস্ক: বুধ ও বৃহস্পতি। এবার রাজ্য সরকার দুদিন ঈদের ছুটি ঘোষণা করায়, ছুটির গেরো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়েও।
ইতিমধ্যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বৃহস্পতিবার ঈদের ছুটি ঘোষণা করেছে। এর জেরে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৭ জুলাইয়ের পূর্বনির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে রবীন্দ্রভারতী, কলকাতা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও। এই পরীক্ষা ফের কবে হবে, তা ওয়েবসাইটের মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। স্কুলগুলির ক্ষেত্রে, ICSE বোর্ড জানিয়েছে তাঁরাও ৭ তারিখ ঈদের ছুটি দেবে। কিন্তু রাজ্যে তাঁদের অধীন স্কুলগুলি কবে ছুটি দেবে তা তাদের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। CBSE বোর্ডের স্কুলগুলিতেও ৭ তারিখই ছুটি থাকছে। রাজ্যের সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলগুলিতে ঈদ উপলক্ষ্যে ২ দিন ছুটি থাকছে।