নারদ-কাণ্ডে প্রাথমিক তদন্ত শুরু করল ইডি

নারদ-কাণ্ডে প্রাথমিক তদন্ত শুরু করল ইডি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সবুজ সংকেত মেলার পর নারদ নিউজকে চিঠি পাঠাচ্ছে তারা। সম্পূর্ণ ভিডিও ফুটেজ, কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে এই ভিডিও তোলা হয়, সেসবই সংস্থার কাছে জানতে চাইবে ইডি।

Updated By: Mar 16, 2016, 02:28 PM IST
নারদ-কাণ্ডে প্রাথমিক তদন্ত শুরু করল ইডি
সৌজন্যে নারদ নিউজ

ওয়েব ডেস্ক: নারদ-কাণ্ডে প্রাথমিক তদন্ত শুরু করল ইডি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সবুজ সংকেত মেলার পর নারদ নিউজকে চিঠি পাঠাচ্ছে তারা। সম্পূর্ণ ভিডিও ফুটেজ, কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে এই ভিডিও তোলা হয়, সেসবই সংস্থার কাছে জানতে চাইবে ইডি। সত্যতা প্রমাণের জন্য ভিডিও ফুটেজ পাঠাতে হবে হায়দরাবাদের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। কিন্তু, আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব নেওয়ার আগে ইডি-র পক্ষে তা করা সম্ভব নয়। যে কোনও থানায় এফআইআর দায়ের না হওয়া পর্যন্ত নিজে থেকে তদন্ত শুরু করতে পারবে না ইডি। তবে, ইডি আনুষ্ঠানিক তদন্ত শুরু করলে আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে মামলা হতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তের দায়িত্ব পেতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতা শাখা।

.