বেপরোয়া লরির কবলে খোদ পুলিসকর্তা
এবার আর আমজনতা নয়, বেপরোয়া লরির কবলে খোদ পুলিসকর্তাই। ওভারস্পিড ড্রাইভিং করে ডিসিকে পিষে দিয়ে পালানোর চেষ্টা করে লরিটি। পরে ডিসি নিজেই আটক করে লরিটিকে।
Updated By: Mar 16, 2016, 01:44 PM IST
![বেপরোয়া লরির কবলে খোদ পুলিসকর্তা বেপরোয়া লরির কবলে খোদ পুলিসকর্তা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/16/51599-lorry-16-3-16.jpg)
ওয়েব ডেস্ক: এবার আর আমজনতা নয়, বেপরোয়া লরির কবলে খোদ পুলিসকর্তাই। ওভারস্পিড ড্রাইভিং করে ডিসিকে পিষে দিয়ে পালানোর চেষ্টা করে লরিটি। পরে ডিসি নিজেই আটক করে লরিটিকে।
জানা গিয়েছে, রাতে ডিসি সাউথের গাড়িতে বারবার ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিতে থাকে একটি লরি। পুলিসকর্তার দাবি, আগে একাধিক সিগনাল ভেঙে ছুটছিল লরিটি। এই ঘটনার পরেই আলিপুরের কাছে বেপরোয়া লরিটিকে আটকানোর চেষ্টা করেন ডিসি নিজেই। তখনই আরও জোরে চালিয়ে ডিসিকে পিষে দিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে লরিচালকের বিরুদ্ধে। পরে ধাওয়া করে লরিটিকে ধরে ফেলেন ডিসি নিজেই।