কলকাতায় পরশমল লোধার দফতরে দিনভর তল্লাসি ED-র

কলকাতায় পরশমল লোধার দফতরে দিনভর তল্লাসি চালাল ED। বেহালার এস এন রায় রোডের অফিসে তল্লাসি চালাল দিল্লি থেকে আসা ED-র বিশেষ দল। এছাড়া বালিগঞ্জের কুইন্স পার্কে, রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Updated By: Dec 27, 2016, 06:21 PM IST
কলকাতায় পরশমল লোধার দফতরে দিনভর তল্লাসি ED-র

ওয়েব ডেস্ক : কলকাতায় পরশমল লোধার দফতরে দিনভর তল্লাসি চালাল ED। বেহালার এস এন রায় রোডের অফিসে তল্লাসি চালাল দিল্লি থেকে আসা ED-র বিশেষ দল। এছাড়া বালিগঞ্জের কুইন্স পার্কে, রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

২২ তারিখ মালয়েশিয়া পাড়ি দেওয়ার আগে, মুম্বই বিমানবন্দরে ধরা পড়ে পরশমল লোধা। প্রভাবশালী ব্যক্তিদের ২৫ কোটি কালো টাকা সাদা করার অভিযোগে  তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করে ED। সেই সূত্র ধরেই আজ কলকাতায় ব্যবসায়ীর অফিস এবং বাড়িতে হানা দেয় ED। 

অনুমান, এ রাজ্যেরও বহু প্রভাবশালীর কালো টাকা সাদা করেছে লোধা। বুধবারই দিল্লি এবং চেন্নাইয়ের দুটি সংস্থায় বিশাল অঙ্কের নতুন নোট উদ্ধার করে CBI। গ্রেফতার হয় J শেখর রেড্ডি নামে ১ ব্যক্তি। তাকে জেরা করেই উঠে আসে পরশমলের নাম।

আরও পড়ুন, যেভাবে বেঙ্গালুরুতে তৈরি হল নকল ২০০০-এর নোট, শুনলে চমকে উঠবেন

.