কুন্তল ঘোষের বিরুদ্ধে আজ-ই চার্জশিট পেশ ইডির?

SSC Scam Case: তদন্তে উঠে এসেছে চাকরি বিক্রির টাকা পাঠানো হয়েছে একাধিক রাজ্যে। বিভিন্ন নামী হোটেল ২০ কোটি টাকা বিনিয়োগ করেছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। 

Updated By: Mar 20, 2023, 11:09 AM IST
কুন্তল ঘোষের বিরুদ্ধে আজ-ই চার্জশিট পেশ ইডির?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুন্তল ঘোষের বিরুদ্ধে আজ-ই চার্জশিট দিতে পারে ইডি। ইডি বিশেষ আদালতে আজ-ই চার্জশিট পেশের সম্ভাবনা। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২১ জানুয়ারি গ্রেফতার করা হয় যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। আগামিকাল সেই গ্রেফতারির ৬০ দিন পূর্ণ হচ্ছে। ইতিমধ্যেই কুন্তল ঘোষকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেসও। 

তদন্তে উঠে এসেছে চাকরি বিক্রির টাকায় গোয়ার সৈকতে বিলাসবহুল হোটেলে বিনিয়োগ করেছেন কুন্তল ঘোষ। টাকা পাঠানো হয়েছে একাধিক রাজ্যেও। বিভিন্ন নামী হোটেল ২০ কোটি টাকা বিনিয়োগ করেছেন হুগলির এই যুব তৃণমূল নেতা। এমনটাই দাবি ইডি সূত্রে। নিয়োগ দুর্নীতিতে ধৃত আরেক তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্যায়ের কথাতেই কুন্তল ঘোষের ভিন রাজ্যে টাকা পাচারের কথা সামনে আসে। এরপর ইডি যখন নিয়োগ দুর্নীতির মানি ট্রেইল খুঁজতে যায় তখন দেখা যায় প্রায় ২০ কোটি টাকা কুন্তল ঘোষ একটি নামী হোটেল কোম্পানিতে বিনিয়োগ করেছেন।  

এখন প্রশ্ন, ওই টাকা আসলে কুন্তলের টাকা নাকি অন্য কারও টাকা? যা কুন্তলের মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে? একথা মাথায় রেখে ওই হোটেল গ্রুপে কর্ণধারকেও জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ইতিমধ্যে নোটিস পাঠিয়েছে ইডি। পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে ইডির নজরে কুন্তলের স্ত্রী জয়শ্রীও। ইতিমধ্যেই কুন্তলের সব ব্যাঙ্ক অ্যাকাউন্টসের ডিটেলস নিয়ে জয়শ্রীকে ডেকেছিল ইডি। ইডি জানার চেষ্টা  করছে ব্যাঙ্কের আয়ের বাইরে কুন্তলের কোনও আয় রয়েছে কিনা। 

আরও পড়ুন, ৩.৬০ কোটিতে কোম্পানি, সঙ্গে ১৫ কোটির সম্পত্তি মেয়েকে লিখে দিতে মণীশকে বাধ্য করেন কেষ্ট!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.