ইডির তদন্তে জেলে যাবেন তৃণমূলের নেতারা

ইডি-র তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে জেলে যাবেন তৃণমূলের নেতারা। এ কথা বুঝতে পেরে হতাশ হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। তাই, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে অশালীন ভাষায় আক্রমণ করছেন তিনি। মন্তব্য, প্রদেশে কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।

Updated By: Apr 20, 2014, 07:40 PM IST

ইডি-র তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে জেলে যাবেন তৃণমূলের নেতারা। এ কথা বুঝতে পেরে হতাশ হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। তাই, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে অশালীন ভাষায় আক্রমণ করছেন তিনি। মন্তব্য, প্রদেশে কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।

রাজনৈতিকভাবে তৃণমূলকে অপদস্থ করতেই রাজ্যে ভোটের দুদিন আগে সারদাকাণ্ডে মাঠে নেমে পড়েছে ইডি। মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে আজ সাংবাদিক বৈঠক ডেকে এই মন্তব্য করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তার অভিযোগ রাজ্যের আনা বেআইনি আর্থিক লেনদেন বিরোধী বিলে সই করা নিয়ে কেন্দ্রের গড়িমসির জন্যই চিটফান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না রাজ্য সরকার।

.