সুমাত্রায় ভূমিকম্প, কেঁপে উঠল কলকাতাও

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। বুধবার দুপুর ২টো বেজে ১১ মিনিটে কম্পন অনুভূত হয়। ওই সময় উত্তর সুমাত্রার পশ্চিম উপকূল কেঁপে ওঠে ভূমিকম্পে। যার প্রভাব অনুভূত হয় কলকাতা সহ ভারতের অনেক শহরে।

Updated By: Apr 11, 2012, 05:15 PM IST

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। বুধবার দুপুর ২টো বেজে ১১ মিনিটে কম্পন অনুভূত হয়। ওই সময় উত্তর সুমাত্রার পশ্চিম উপকূল কেঁপে ওঠে ভূমিকম্পে। যার প্রভাব অনুভূত হয় কলকাতা সহ ভারতের অনেক শহরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৯।
ভুকম্পন অনুভূত হওয়ায় কলকাতায় খালি করে দেওয়া হয় একাধিক বহুতল। আতঙ্কে বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে কলকাতার অফিসপাড়াগুলিতে। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, শেকসপীয়র সরণি, সর্বত্র অফিস থেকে রাস্তায় নেমে আসেন কর্মীরা। খালি করা হয় সল্টলেকের সেক্টর ফাইভের বিভিন্ন অফিসও। ভূমিকম্পের জেরে কয়েকটি রাস্তায় যানজট তৈরি হয়। প্রায় ৪৮ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল। তবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।
বিকেলের দিকে ফের মৃদু ভূমিকম্প হয় কলকাতায়। জানা গেছে, ওই সময় সুমাত্রায় বড় ধরনের আফটারশকের কারণেই বিকেলে ফের কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে আফটার শকের মাত্রা ছিল ৮.১। জিওলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতার দফতরসূত্রে খবর, আগামী কয়েকদিনও ছোট ধরনের কম্পন হতে পারে। তবে কলকাতায় এই ভূমিকম্পের বিশেষ প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে। ভারতে সুনামির আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে জিওলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে। ইতিমধ্যেই ভারতে সুনামি সতর্কতা প্রত্যাহারও করা হয়েছে।
 
 

.