দু'সপ্তাহ আগে থেকেই সৌরভের পাড়ায় সপরিবারে হাজির দেবী দুর্গা

Updated By: Sep 23, 2017, 12:33 PM IST
দু'সপ্তাহ আগে থেকেই সৌরভের পাড়ায় সপরিবারে হাজির দেবী দুর্গা

কলকাতা: আসছে আসছে নয়, পুজো এসেই গেল। মহালয় আসতে এখনও সপ্তাহ খানেক। পুজোর বাকি ১৪ দিন। এরই মধ্যে প্যান্ডেলে পৌঁছে গেল প্রতিমা। 

রবিবারই কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে গেল সৌরভ গাঙ্গুলির পাড়ার ক্লাব।  বিশ্বখ্যাত প্রতিমা শিল্পী গোরাচাঁদ পালের 'শিল্পভারতী' শিল্পশালা থেকে দেবী দুর্গার প্রতিমা পৌঁছল বেহালার বড়িশা স্পোর্টিং ক্লাবে। পুজোর তো এখনও ঢের দেরি, এত তাড়াতাড়িই প্রতিমা নিয়ে গেল বড়িশা ক্লাব? এই প্রশ্নের উত্তরে শিল্পী বিপ্লব পাল জানালেন, "প্রতিমা না পৌঁছালে ওরা প্যান্ডেলের কাজ করতে পারছিল না। আর আমাদের তো আগেই জানিয়েছিল, আগে আগেই ঠাকুর নিয়ে চলে যাবে ওরা"। বিল্পব আরও বললেন, "নিজে ঠাকুরের বায়না দিতে না এলেও মণ্ডপে ঠাকুর ঢুকলেই সৌরভ চলে আসে। যত রাতই হোক, একবার ঠাকুর দেখেই যাবে। ঠাকুর দেখার নেশা আছে সৌরভের।" উল্লেখ্য, এদিন কুমারটুলিতে ঠাকুর নিতে এসছিলেন সৌরভ গাঙ্গুলির কাকাও। 

এদিকে কলকাতার আরও এক বড় পুজো, শ্রীভূমি স্পোর্টিংয়েও প্রতিমা চলে এসেছে। বিধায়ক সুজিত বসুর পুজো হিসেবে পরিচিত লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিংয়ে প্রতিমা এসেছে শিল্পী প্রদীপ রুদ্র পালের ঘর থেকে।  

 

কুমোরটুলি থেকে প্রতিমা যাচ্ছে মণ্ডপে। (ছবি- সৌরভ পাল)

 

.