বাড়ির পুজোর ভোগ নাকি বারোয়ারি পুজোর ভোগ বেশি ভাল?

বাড়ির পুজোর ভোগ নাকি বেশি ভাল। এমনটাই ভাবেন? তাহলে আপনার ভুল ভাঙাবে শহরের এক বারোয়ারি পুজো। সেখানেও সমান যত্নে তৈরি হচ্ছে ভোগ। ভবানীপুরের বিবেক বোধন সমিতিতে  আবার মানুষকে ভোগ খাওয়ানোটাই আসল উত্সব।

Updated By: Oct 10, 2016, 07:12 PM IST
 বাড়ির পুজোর ভোগ নাকি বারোয়ারি পুজোর ভোগ বেশি ভাল?

ওয়েব ডেস্ক: বাড়ির পুজোর ভোগ নাকি বেশি ভাল। এমনটাই ভাবেন? তাহলে আপনার ভুল ভাঙাবে শহরের এক বারোয়ারি পুজো। সেখানেও সমান যত্নে তৈরি হচ্ছে ভোগ। ভবানীপুরের বিবেক বোধন সমিতিতে  আবার মানুষকে ভোগ খাওয়ানোটাই আসল উত্সব।

আরও পড়ুন জীবনের ১৮ নম্বর A মার্কা পুজোটাও এসে গেল

ভোগ ছাড়া পুজো ভাবাই যায় না।  তবে পাড়ার বারোয়ারি পুজোর ভোগ কী আর বাড়ির ভোগের স্থান নিতে পারে? এ মনটা ভাবেন নাকি আপনি। তাহলে ভুল করছেন । বকুল বাগানের সর্বজনীন পুজোতেও ভোগ তৈরি হয় সমান যত্নে, সমান নিষ্ঠায়। মানুষের মুখে অন্ন তুলে দেওয়াতেই তৃপ্তি ভবানীপুরের বিবেক বোধন সমিতির সদস্যদের। সারদাদেবীর আদর্শে অনুপ্রাণিত এখানকার উদ্যোক্তারা।

আরও পড়ুন  প্রতিমা বিসর্জন নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্তের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

.