Durga Puja 2022: প্রতিপদে উদ্বোধনের ঢেউ! রাজপথে মমতা-মহারাজ-মহাগুরু

সৌরভের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নার এবার শারদোৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। কাকতালীয় ভাবে পাড়ার ছেলে সৌরভও কিছুদিন আগে ৫০ বছরে পা দিয়েছেন। পুজোর প্রধান পৃষ্ঠপোষক সৌরভই এবার সেই পুজোর থিম। নাম 'মহারাজার ৫০/৫০'। 

Updated By: Sep 26, 2022, 06:28 PM IST
Durga Puja 2022: প্রতিপদে উদ্বোধনের ঢেউ! রাজপথে মমতা-মহারাজ-মহাগুরু
পুজো উদ্বোধনে শামিল মমতা-মহারাজ-মহাগুরু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঙালির শ্রেষ্ঠ উৎসব কেনই বা সীমাবদ্ধ থাকবে মাত্র চার দিনে! দুর্গা পুজোর (Durga Puja 2022) আনন্দকে সম্প্রসারণ করার ভাবনাতেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিন চারেক আগেই পুজো উদ্বোধন পর্ব শুরু করে দিয়েছেন শহরে। গত বৃহস্পতিবার মমতা উদ্ধোধন করেছিলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব,, টালা প্রত্যয়  ও সল্টলেক এফডি ব্লকের মতো শহরের নাম করা পুজো মণ্ডপগুলির। সোমবার অর্থাৎ প্রতিপদেও উদ্বোধনের ঢেউ তুললেন মমতা। তিলোত্তমার রাজপথে নামলেন জননেত্রী। ১৩টি পুজো উদ্বোধনের কর্মসূচি মমতার। রয়েছে ২১, ২৫, ৪১, ও ৭৪ পল্লি। মুখ্যমন্ত্রী ফিতে কাটবেন বেহালা নতুন দল, বরিষা, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মন্দির, আদি বালিগঞ্জ, হিন্দুস্তান পার্ক ও কালীঘাট মিলন সংঘের। তবে পুজো উদ্বোধনে শুধু মমতাই শামিল নন, বাংলার আরও দুই আইকন- সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও মিঠুন চক্রবর্তীও রয়েছেন মাতৃআরাধনার শুভ সূচনায়।

আরও পড়ুন: Mamata Banerjee: চেতলা অগ্রণীতে প্রতিমার চোখ আঁকলেন মুখ্যমন্ত্রী, ২৫৩ পুজোর ভার্চুয়াল উদ্বোধন এই প্রথম...

সৌরভের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নার এবার শারদোৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। কাকতালীয় ভাবে পাড়ার ছেলে সৌরভও কিছুদিন আগে ৫০ বছরে পা দিয়েছেন। পুজোর প্রধান পৃষ্ঠপোষক সৌরভই এবার সেই পুজোর থিম। নাম 'মহারাজার ৫০/৫০'। বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর উদ্বোধন (পঞ্চমীর রাতে) থেকে বিসর্জন, সবতেই পাওয়া যাবে সৌরভকে। এছাড়াও বেশ কয়েক'টি পুজো উদ্বোধনের কথা রয়েছে সৌরভের। এদিন দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও বিসিসিআই সভাপতি রাজপুর লেবুতলা সার্বজনীন পুজোর উদ্বোধন করেছেন। আয়োজকদের পক্ষ থেকে সৌরভকে সম্মান জানিয়ে এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে 'দাদার স্পর্শে, মায়ের বোধন'। আগামিকাল গড়িয়া নবদুর্গার উদ্বোধনে থাকবেন সৌরভ। কলকাতার দুর্গাপুজোকে এই বছর বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে গত পয়লা সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিলেন মমতা। রেডরোডে হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেদিন বিশিষ্টদের সঙ্গেই মমতার পাশে ছিলেন সৌরভও। মহাগুরু মিঠুন গতকাল বালুরঘাট নিউটন ক্লাবের পুজোর উদ্বোধন করেছিলেন। এদিন বিকালে তিনি চলে এসেছেন কলকাতায়। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করলেন একদা উত্তর কলকাতায় দীর্ঘ সময় কাটানো মিঠুন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

 

.