বর্ষবরণের রাত থেকে নিঁখোজ, দমদমে ভ্যাট থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ

তদন্তের পর পুলিসের প্রাথমিক অনুমান, রাতেই বিশাল যাদব ও জিতু নায়েক নামে দুই বন্ধু ইট দিয়ে বুকে আঘাত করে খুন করে পল্লবকে।

Updated By: Jan 5, 2020, 11:50 AM IST
বর্ষবরণের রাত থেকে নিঁখোজ, দমদমে ভ্যাট থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ

নিজস্ব প্রতিবেদন: বর্ষবরণের রাত থেকে নিঁখোজ যুবকের হদিশ মিলল অবশেষে। তবে, জীবিত নয়। দমদমের প্রমোদ নগরের ভ্যাট থেকে উদ্ধার হল উনিশ বছর বয়সী পল্লব হাজারির ক্ষতবিক্ষত দেহ। 

বর্ষবরণের রাতে দুই বন্ধুর সঙ্গে পিকনিকে যায় পল্লব। তদন্তের পর পুলিসের প্রাথমিক অনুমান, রাতেই বিশাল যাদব ও জিতু নায়েক নামে দুই বন্ধু ইট দিয়ে বুকে আঘাত করে খুন করে পল্লবকে। এরপরই দেহ ফেলে দেওয়া হয় সেপটিক ট্যাঙ্কে। দুই বন্ধুকেই গ্রেফতার করেছে পুলিস। 

আরও পড়ুন: সল্টলেকে চাপা পড়া কুকুরকে বাঁচাতে গিয়ে হ্যাকারদের কবলে দম্পতি, খোয়ালেন ৯৭ হাজার টাকা

মনে করা হচ্ছে ত্রিকোন প্রেম বা আর্থিক কোনও বিষয়ও খুনের কারণ হতে পারে। খুনের নেপথ্যের কারণ খতিয়ে দেখছে দমদম পুলিস। পরিবারের দাবি, কাজ থেকে ফেরার সময় মালিকের থেকে কিছু টাকা নিয়ে এসেছিল পল্লব। সেই টাকাই সঙ্গে ছিল বর্ষবরণের সময়। টাকা হাতাতেই খুন বলে অভিযোগ করছে বাবা,মা। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য বর্ষবরণের রাতে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: ১০ বছরের মেয়েকে পিটিয়ে মারার অভিযোগে ক্যানিং আটক মহিলা

.