বিকল্প ব্যবস্থা নেই, ব্রিজ ভাঙলে ক্ষতিগ্রস্ত হবে টালার জলের পাইপলাইনও, চিন্তায় প্রশাসন

ব্রিটিশ আমলে তৈরি এই পাইপ সরানোর কোনও জায়গা নেই বলেই ইতিমধ্যে জানিয়েছে পুরসভার।

Updated By: Oct 14, 2019, 04:50 PM IST
বিকল্প ব্যবস্থা নেই, ব্রিজ ভাঙলে ক্ষতিগ্রস্ত হবে টালার জলের পাইপলাইনও, চিন্তায় প্রশাসন

নিজস্ব প্রতিবেদন: টালা ব্রিজ নিয়ে শাঁখের করাত অবস্থা প্রশাসনের। ব্রিজ ভাঙতে হলে সরাতে হবে জলের পাইপ। টালা ব্রিজের দুই পাশের সার্ভিস রোড দিয়ে গেছে প্রায় ৬টি পাইপ লাইন। কলকাতার একটা বড় অংশের জলের সরবরাহ হয় এই পাইপলাইন দিয়েই। ব্রিটিশ আমলে তৈরি এই পাইপ সরানোর কোনও জায়গা নেই বলেই ইতিমধ্যে জানিয়েছে পুরসভার।

ফলে এই অবস্থায় ব্রিজ ভাঙতে গেলে বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে। তার জন্য বিকল্প কী ব্যবস্থা হতে পারে তাও এই মুহূর্তে জানা নেই পুরসভার। সূত্রের খবর, বিষয়টি পুরসভার তরফে জানানো হয়েছে মুখ্যসচিবকে।

আরও পড়ুন: টালা ব্রিজ বিপর্যয়ের জের, আজ থেকে বন্ধ ৯টি রুটের ৩০০টি বাস

উল্লেখ্য, ব্রিজের পূর্বদিকের সার্ভিস রোড দিয়ে ৫টি এবং পশ্চিমদিকের সার্ভিস রোড দিয়ে গিয়েছে ১টি পাইপ লাইন। টালা ব্রিজ ভাঙতে গেলে রাস্তার মাত্র ৫ থেকে ১০ ফুট নিচের পাইপ লাইনও ভেঙে ফেলতে হবে। ব্রিজ ভাঙা এবং তৈরির সময় যা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। সব মিলিয়ে এই অবস্থায় দাঁড়িয়ে প্রশাসনের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে টালার পাইপ লাইন। 

.