Train Update: বাংলায় ধেয়ে আসছে জাওয়াদ! বাতিল একাধিক ট্রেন

এক নজরে দেখে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকা

Updated By: Dec 4, 2021, 09:55 AM IST
Train Update: বাংলায় ধেয়ে আসছে জাওয়াদ! বাতিল একাধিক ট্রেন
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: গতিপথ পরিবর্তন করে বাংলার উপকূলবর্তী এলাকার দিকে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। মধ্য-পশ্চিম বঙ্গোপাগরেই এখন অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পুরী ছুঁয়ে জাওয়াদ বাংলারই দিকেই এগিয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড়। আজ সকালের মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে জওয়াদ। তার পর আরও কিছুটা উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে কাল দুপুর নাগাদ পুরী উপকূলের কাছে পৌঁছবে।

জাওয়াদের আশঙ্কায় ইতিমধ্যে একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল এবং ইস্ট-কোস্ট রেল। দুই জোন মিলিয়ে মোট ৯৫ টি বাতিল করা হয়েছে। জাওয়াদের কথা মাথায় রেখে ৪,৫ ও ৬ তারিখ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে পৃথকভাবে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।  আপ ও ডাউন মিলিয়ে ৪৯ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। 

এক নজরে দেখে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকা-- 

১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
২২৮৮৩ পুরী-যশবন্তপুর গরিব রথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
২২৮১৭ হাওড়া-মাইসুরু এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
২২৮০৭ সাঁতরাগাছি-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
২২৮৭৩ দিঘা-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল: ৩ ডিসেম্বর।
২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম: ৩ ডিসেম্বর।
১৮০৪৫ হাওড়া-হায়দরাবাদ: ৩ ডিসেম্বর।
১২৮৪১ হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
১৮৪৭৮ কলিঙ্গ উৎকল এক্সপ্রেস: ২ ডিসেম্বর।
১৮৪০৯ হাওড়া-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
২২২০১ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
১২৮৯৫ শালিমার-পুরী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
১২৮০২ নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস: ২ ডিসেম্বর।
১৮৪৫১ হাতিয়া-পুরী তপস্বীনী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
১৫৬৪৪ কামাখ্যা-পুরী এক্সপ্রেস: ২ ডিসেম্বর।
১২৮২১ হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
১২৮৭৬ আনন্দ বিহার-পুরী নীলাঞ্চল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
১৮১০৫ রৌরকেল্লা-পুরী এক্সপ্রেস: ৩ এবং ৪ ডিসেম্বর।
২২৬৪৪ পাটনা-এর্নাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
১২৫০৮ শিলচর-তিরবন্তপুরম আরোনাই এক্সপ্রেস: ২ ডিসেম্বর।
১৩৩৫১ ধানবাদ-আলপুঞ্জা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
১২৮৯৯ টাটা-যশবন্তপুর এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
১৮৬৩৭ হাতিয়া-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.