Duare Sarkar: লোকসভা ভোটের আগে রাজ্যে ১ লক্ষেরও বেশি দুয়ারে সরকারের ক্যাম্প!

এই ক্য়াম্প থেকে সমস্ত সরকারি প্রকল্পের জন্যই আবেদন করা যাবে। নবান্ন থেকে জারি করা হল বিজ্ঞপ্তি।

Updated By: Dec 13, 2023, 07:49 PM IST
Duare Sarkar: লোকসভা ভোটের আগে রাজ্যে ১ লক্ষেরও বেশি দুয়ারে সরকারের ক্যাম্প!

সুতপা সেন: আর কয়েক মাস বাদেই লোকসভা ভোট। রাজ্য জুড়ে এবার দুয়ারে সরকারের ক্যাম্প হবে এক লক্ষেরও বেশি। শুধু তাই নয়,  এই ক্যাম্প থেকে সমস্ত সরকারি প্রকল্পের জন্যই আবেদন করা যাবে। কবে? ১৫ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি।

আরও পড়ুন:  Ration Scam | Jyotipriya Mallick: হাইকোর্টের দ্বারস্থ রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক!

সিকিমে প্রবল বৃষ্টি, ধস। তিস্তার স্রোতে তখন বানভাসি এরাজ্যের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং-ও। দুর্গত পরিবারগুলির জন্য দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্পে করবে রাজ্য সরকার, ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। চলতি মাসে ফের দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে গোটা রাজ্যেই।

এদিকে বাংলার মতোই ঘরের দরজায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার কর্মসূচি চালু হয়েছে পঞ্জাবেও। নাম, 'ভগবন্ত মান সরকার তুহারে দ্বার'।  এই কর্মসূচি ঘরে বসেই ৪৩ সরকারি প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মানুষ। এমনকী, ফোন করে অ্য়াপয়েন্টমেন্ট করাও যাবে। দেওয়া হয়েছে একটি টো-ফ্রি নম্বর।

আরও পড়ুন:  Ration Scam | Jyotipriya Mallick: কালো টাকা সাদা করার ব্লু প্রিন্ট বানিয়েছেন বালু, চার্জশিটে অভিযোগ ইডি-র

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.