Ration Scam | Jyotipriya Mallick: হাইকোর্টের দ্বারস্থ রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক!

'পরিবার কিংবা আইনজীবীরা দেখা করতে পারছেন না'। নিম্ম আদালতের নির্দেশ বাতিলের আর্জি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী।  

Updated By: Dec 13, 2023, 06:23 PM IST
Ration Scam | Jyotipriya Mallick: হাইকোর্টের দ্বারস্থ রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক!

অর্ণবাংশু নিয়োগ: 'পরিবার কিংবা আইনজীবীরা দেখা করতে পারছেন না'। হাইকোর্টের দ্বারস্থ হলেন রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। নিম্ম আদালতের নির্দেশ বাতিলের আর্জি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী।

আরও পড়ুন:  Ration Scam | Jyotipriya Mallick: কালো টাকা সাদা করার ব্লু প্রিন্ট বানিয়েছেন বালু, চার্জশিটে অভিযোগ ইডি-র

রেশন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে ছিলেন দু'দফায়। জ্যোতিপ্রিয় মল্লিককে এবার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংকশাল আদালত।  কতদিন? ১৬ নভেম্বর পর্যন্ত। জেলে গিয়ে প্রাক্তন খাদ্য়মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন ইডি-র আধিকারিকরা। এমনকী, জেলে জিজ্ঞাসাবাদের সময় বয়ান রেকর্ড করার জন্য় ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করতে পারবে ইডি'। সেই নির্দেশকে বাতিলের দাবিতেই হাইকোর্টে মামলা করেছেন জ্যোতিপ্রিয়।

আরও পড়ুন: Diamond Harbour Model For Old Age Pension: ডায়মন্ড হারবারে বার্ধক্যভাতার আবেদনে বিপুল সাড়া, পেরোতে পারে লাখের সীমা

এদিকে জ্যোতিপ্রিয় এখন এসএসকেএমে। আইসিইউতে কড়া নজরদারি রাখা হয়েছে তাঁকে। কয়েক সপ্তাহ আগে হঠাৎ-এ অসুস্থ হয়ে পড়ায়, এসএসককেএমে আনা হয় প্রাক্তন মন্ত্রীকে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি। 

এদিন রেশন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দিল ইডি। চার্জশিটে উল্লেখ, রেশন বণ্টন ও ধান দুর্নীতির প্রধান কান্ডারী জ্যোতিপ্রিয়। কালো টাকা সাদা করার ব্লু প্রিন্টও তৈরি করেছিলেন তিনি। শুধু তাই নয়, সাহায্যকারীদের দিয়েছিলেন সরকারী চাকরিও!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.