শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ
বেহালা,গার্ডেনরিচ, মেটিআব্রুজ সিরিটি, বাঁশদ্রোণী, বজবজ, খিদিরপুর, জোকা, টালিগঞ্জ এলাকা, মহেশতলা-সহ একাধিক এলাকায় জল সরবরাহ হবে না বলে জানিয়েছে পুরসভা।
নিজস্ব প্রতিবেদন: উত্তর কলকাতার পর জল যন্ত্রণা এবার দক্ষিণ কলকাতাতেও। আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ। এদিন গার্ডেনরিচ পাম্পিং স্টেশনের পাইপ লাইন মেরামতির কাজের কারণে বেলা ১০ টার পর বেহালা,গার্ডেনরিচ, মেটিআব্রুজ সিরিটি, বাঁশদ্রোণী, বজবজ, খিদিরপুর, জোকা, টালিগঞ্জ এলাকা, মহেশতলা-সহ একাধিক এলাকায় জল সরবরাহ হবে না বলে জানিয়েছে পুরসভা।
আরও পড়ুন: ওয়াইনাডের পর রায়গঞ্জ, জোট ভেস্তে যাওয়ার পর সেলিমের কেন্দ্রে সভা রাহুলের
জানানো হয়েছে এই এলাকা গুলিতে সকালে ১০টার পর দুপুরে এবং বিকেলে জল সরবরাহ হবে না। রবিবার ফের স্বাভাবিক হবে জল সরবরাহ। মনে করা হচ্ছে ফের একবার জল যন্ত্রণায় নাকাল হতে পারে শহরবাসী।