দোলে রাঙা রাজ্য, শান্তিনিকেতন থেকে কলকাতা, মেতেছে রঙের উত্‍সবে

বসন্তের নবীন পাতায়  হিল্লোল  জাগায় যে রঙ, আজ সেই রঙের উত্‍সব। ১৯২৫ সালে শান্তিনিকেতনে যে বসন্ত উত্‍সবের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ, আজও সেই ধারায় রঙিন শান্তিনিকেতন। গৃহবাসীকে দ্বার খুলিয়ে রাঙিয়ে দেওয়ার যে সূচনা সঙ্গীত গেয়ে ওঠে শান্তিনিকেতন দিনভর সংক্রমিত হয় গোটা রাজ্যে।

Updated By: Mar 23, 2016, 09:21 AM IST
দোলে রাঙা রাজ্য, শান্তিনিকেতন থেকে কলকাতা, মেতেছে রঙের উত্‍সবে

ওয়েব ডেস্ক: বসন্তের নবীন পাতায়  হিল্লোল  জাগায় যে রঙ, আজ সেই রঙের উত্‍সব। ১৯২৫ সালে শান্তিনিকেতনে যে বসন্ত উত্‍সবের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ, আজও সেই ধারায় রঙিন শান্তিনিকেতন। গৃহবাসীকে দ্বার খুলিয়ে রাঙিয়ে দেওয়ার যে সূচনা সঙ্গীত গেয়ে ওঠে শান্তিনিকেতন দিনভর সংক্রমিত হয় গোটা রাজ্যে।

লাল,হলুদ,সবুজ গেরুয়া  রঙে রঙিন হয়ে দোলে মাতল কলকতা। সকাল থেকেই পাড়ায় পাড়ায় রঙের মাতব্বরি। আজ সবাই রঙিন।

গোলাপি আবিরে বসন্তকে যেন স্বাগত জানাচ্ছে মথুরা। সাত দিন আগে থেকেই মথুরায় শুরু হয়ে গেছে রঙের উত্‍সব।

Tags:
.