জানেন কেন এই খুচরোর অতি জোগান?

Updated By: Aug 8, 2017, 10:05 AM IST
জানেন কেন এই খুচরোর অতি জোগান?

ওয়েব ডেস্ক: কেন এই খুচরোর অতি জোগান? তার কারণ, নোট বাতিল পর্যায়ে খুচরো সঙ্কট মেটাতে বাজারে প্রচুর খুচরোর যোগান দিয়েছিল RBI। বছর দুয়েক আগে খুচরো সঙ্কট মেটাতেও RBI বিপুল পরিমান খুচরো বাজারে ছাড়ে। বর্তমানে RBI কয়েন জমা নেওয়ার কাজ বন্ধ রেখেছে।

ব্যাঙ্কগুলিকে RBI এর নির্দেশ অ্যাকাউন্ট পিছু ১০০০ টাকার বেশি কয়েন নেওয়া যাবে না। মফস্বল বা গ্রামের বহু ব্যাঙ্ক খুচরো জমা নেওয়া বন্ধ করে দিয়েছে। তারফলেই বাজারে চাহিদার চেয়ে খুচরোর জোগান বেড়েছে বেশ কয়েক গুণ। ব্যাঙ্ক খুচরো নিতে রাজি না হওয়ায় মহাজনরাও খুচরো নিচ্ছে না। ফলে খুচরো লেনদেনের বৃত্ত অসম্পূর্ণই থেকে যাচ্ছে। ক্রেতার থেকে খুচরো নিতে অস্বীকার করছেন বিক্রেতারা। বিক্রেতা বা ব্যবসায়ীদের থেকে খুচরো নিতে রাজি হচ্ছে না মহাজন।

শহর-জেলার বাজারে খুচরো আতঙ্ক জেরবার ক্রেতা-বিক্রেতা

নিউ আলিপুর বৃদ্ধ খুনে প্রতি পরতে রহস্য

.