Dilip Ghosh: 'আগে ঠিক করুন কে কী ভুল করেছেন', প্রবীরের 'বেসুরো' প্রশ্নে তোপ দিলীপের
প্রবীর ঘোষালের 'বেসুরো' এবার মন্তব্যে আক্রমণ শানালেন দিলীপ।
নিজস্ব প্রতিবেদন: বেসুরো একুশের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ার বিজেপি (BJP) প্রার্থী প্রবীর ঘোষাল (Prabir Ghoshal)। প্রথমে তৃণমূল (TMC) মুখপত্র 'জাগোবাংলা'য় (Jago Bangla) লিখলেন 'কেন বিজেপি করা যায় না'। এরপর সরাসরি সাংবাদিক বৈঠক করে জানান, মানসিক ভাবে আর বিজেপির সঙ্গে নেই। বৃহস্পতিবার এ প্রসঙ্গেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ''কেউ বলেছিলেন আগে ভুল করেছিলাম আবার কেউ বলছেন এখন ভুল করছেন। কে কী ভুল করেছেন আগে ঠিক করুন। বিজেপি গঙ্গার মতো পবিত্র ছিল, থাকবে। অনেকে এসেছে সেই পবিত্রতাকে সহ্য করতে পারছে না। এদো পুকুরে ছিলেন ওখানেই চলে যান, আরামে থাকুন আমাদের কোনও সমস্যা নেই।''
অন্যদিকে, বুধবার সাংসদ ও বিধায়কদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে সন্তুষ্ট না হয়ে প্রতিনিধিদের ধমকও দেন তিনি। বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময়ে মমতাকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, ''যখন মানুষ ক্ষেপে যায় তখন তিনি এ ধরনের কথা বার্তা বলে হোয়াইট ওয়াশ করার চেষ্টা করেন প্রত্যেকবার। কখনও কেষ্টকে ধমকান আবার বলেন ওর একটু অক্সিজেন কম আবার ওর টাকাতে পার্টি চলে। এই ধরনের নাটকবাজি দেখে দেখে বাংলার মানুষ ক্লান্ত। লোককে রাস্তায় দাঁড় করিয়ে নাম লেখাচ্ছেন একটা পয়সা দেন না। ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেন কিন্তু কিছু করেন না।''
আরও পড়ুন, মমতার ধমকেই তড়িৎগতিতে কাজ, চিংড়িহাটায় দুর্ঘটনা রুখতে একগুচ্ছ পদক্ষেপ পুলিসের
বিএসএফ-এর ক্ষমতার পরিধি বাড়ানো প্রসঙ্গেও এদিন মুখ খোলেন বিজেপি নেতা। তিনি বলেন, ''সাধারণ মানুষকে নয় বাংলাদেশকে মেরেছে আর এই জন্য পরিধি বাড়ানো হয়েছে। যারা বাংলাদেশিদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করে তাঁরাই এ নিয়ে চিৎকার চেঁচামেচি করেন। দেশের লোক খুশি আছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের সুরক্ষা সবার প্রথমে।''