'কেন্দ্রের টাকায় রাজ্যের নেতাদের বাড়ি-গাড়ি-গয়না, জেলে ঢোকানো উচিত', মন্তব্য দিলীপের

'কেন্দ্র সরকার যে যে প্রকল্পে যত টাকা দিয়েছে, প্রতিটি প্রকল্পের হিসেব নেওয়া উচিৎ। তদন্ত হওয়া উচিৎ। নেতাদের বড় বড় বাড়ি, গাড়ি, গয়না। সমস্ত কেন্দ্রের টাকা। গরীব মানুষের জন্য পাঠান টাকা। এরা লুঠ করেছে।'

Updated By: Jan 14, 2023, 09:19 AM IST
'কেন্দ্রের টাকায় রাজ্যের নেতাদের বাড়ি-গাড়ি-গয়না, জেলে ঢোকানো উচিত', মন্তব্য দিলীপের
ফাইল ছবি

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নজরে মিড ডে মিল। তাই আবাস যোজনার পর দ্বিতীয় দফা রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। এবার বাংলার স্কুলে স্কুলে মিড–ডে মিল প্রকল্প কেমন চলছে?‌ সেটা দেখতে টিম পাঠাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের টিম বাংলায় এসে, মিড মিলের সুবিধা কারা পাচ্ছে, কত পরিমাণে খাদ্যশস্য পাঠাচ্ছে, রাজ্য সরকার স্কুলগুলিকে কীভাবে টাকা পাঠাচ্ছে, রাজ্য, জেলা ও ব্লক স্তর পরিকাঠামো কেমন, রান্নাঘর কীভাবে তৈরি হচ্ছে, রান্নাঘরে হাঁড়ি, কড়াই, হাতা-খুন্তির প্রয়োজন কিনা, ছাত্র-ছাত্রীরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে কিনা, কৃমির ওষুধ নিয়ম করে দেওয়া, স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত সব বিষয় খুঁটিয়ে দেখবে। 

আরও পড়ুন,SSC | Babita Sarkar: ববিতার জায়গায় অনামিকা? মন্ত্রীকন্যার নিয়োগে দুর্নীতি ধরিয়ে নিজেই হারাচ্ছেন চাকরি!

এমনকী এই টিমে থাকছেন পুষ্টি বিশেষজ্ঞ এবং কেন্দ্রীয় সরকারের অফিসাররা। রাজ্য সরকারের অফিসারদেরও থাকতে বলা হয়েছে। বাংলায় মিড–ডে মিল নিয়ে বিরোধীরা অভিযোগ করেছিল। মিড ডে মিলে রাজ্য সরকারের মুরগির মাংস আর ফল দেওয়ার সিদ্ধান্তেরও কটাক্ষ করেছিল বিরোধিরা। এদিন বিজেপির সর্বভাপতীয় সহ-সভাপতি বলেন, 'কেন্দ্র সরকার যে যে প্রকল্পে যত টাকা দিয়েছে, প্রতিটি প্রকল্পের হিসেব নেওয়া উচিৎ। তদন্ত হওয়া উচিৎ। নেতাদের বড় বড় বাড়ি, গাড়ি, গয়না। সমস্ত কেন্দ্রের টাকা। গরীব মানুষের জন্য পাঠান টাকা। এরা লুঠ করেছে। তাই পাই পয়সার হিসেব নেওয়া উচিৎ। এদের জেলে ঢোকানো উচিৎ।'

কুণাল ঘোষ-সহ একাধিক তৃণমূল নেতা এদিন জেলায় জেলায় বিক্ষোভের মুখে পড়েছেন। এদিন সেই বিষয়েই কটাক্ষ করে দিলীপ বাবু বলেন, 'যারা বেশি বলে, তাদের লোকে এখন শোনাচ্ছে। যারা টিভির পর্দায় ডায়লগ মারত, তারা যে কত বড় চোর সেটা পাবলিক এখন বুঝিয়ে দিচ্ছে। আমরা পাবলিককে বলছি, আপনার জলের টাকা, ঘরের টাকা, শৌচালয়ের টাকা লুঠ হয়ে গেছে। তারাই আপনার বাড়ির সামনে আসছে। মানুষ সবই জানত। ভয়ে বলত না। আমরা আওয়াজ তুলেছি। মানুষ সাহস পেয়েছে। এবং বলতে শুরু করেছে। হিসেব চাইছে। জঙ্গলমহল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে জানিয়েছে, তারা কিছু পায়নি। সর্বস্তরে এই আওয়াজ এবার উঠবে।' 

আরও পড়ুন, Home Guard Recruitment: ৫৬৫ টাকায় ৬ মাসের চুক্তি! হোমগার্ড নিয়োগে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.